পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミとb" দৈববাণী। বঙ্গ-সাহিত্য-পরিচয়। সুরপুরে তোর পতি পাবে প্রাণদান। পূজায় বসিয়া কত সব (১) মড়া-ভ্রাণ ৷ পূজায় করিয়া পূজা জগতী কমলা। ভাসিল আমাদিপুর সুন্দরী বেহুলা॥ গোদাঘাট পশ্চাৎ করিয়া সীমন্তিনী। জলেতে ভাসিয়া যান দিবস রজনী॥ পথের পথিক যত পথ বায়া যায়। বেহুলার রূপ দেখি ঘন ঘন চায়॥ ত্রিজগৎ মোহিনী কস্তা মড়া লয়্যা কোলে। কলার মানদাসে ভাসে ঢেউএর হিল্লোলে। গহন কানন বনে গমাগম নাই। নির্গম গম্ভীর জলে কোলেতে লথাই॥ বেহুল ভাসেন তাহে জপিয়া মনসা। তোমার চরণমাত্র কেবল ভরসা॥ পচা মড়া জলে ভাসে বিপরীত ঘ্রাণ। কদাচ চঞ্চল নহে বেহুলার প্রাণ॥ (২) তাহাতে দ্বিগুণ প্রেম বেহুলার বাড়ে। মড়া অঙ্গে বৈসে মাছি ঘন ঘন তাড়ে॥ দিবসে দিবসে তাহে কীট ক্রিমি মাছি। ঘন ঘন বৈসে তাহে মড়া অঙ্গে মাছি॥ বেহুলা তাড়েন যত নহে নিবারণ। পুতিক (৩) প্রবেশে তাহে মশক-নন্দন॥ অস্থি মর্ম্ম পচে তার কি কহিব কথা। মাতিম্বরে মড়া অঙ্গে পাড়িল মাছ্যাত॥ বেহুল ভাঙ্গেন যত নিবারণ নয়। বেহুল ভাঙ্গেন যত পূর্ণরূপী হয়। প্রভুর শরীরে মাছি করে ডিম্ব ছা। মনসা জপিয়া মনে কান্দেন বেহুলা ৷ পচিয়া গলিয়া গেল সে তনু সুন্দর। আর কি পাইব প্রাণ প্রভু লক্ষীন্ধর॥ অবিরত মনে কত গণিব হুতাশ। (১) সহিবে। (২) গলিত শবের দুর্গন্ধেও বেহুলা বিচলিত (৩) ছোট মাছি