পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৮ বঙ্গ-সাহিত্য-পরিচয়। ভাঙ্গি পূর্ণ ইন্দু রচে বিন্দু বিন্দু কনক কুসুম ফুলে। ভাল্ল হেন দেখি করে ঝিকি মিকি কিবা দিব সমতুলে। সোণার গুণাতে তার চারি ভিতে বিনোদ বন্ধানে বান্ধে। রাখি পৃথিবীতে বিয়নি দেখিতে চাদ ভুমে যেন কাদে॥ চিত্র মনোহর দেখিতে সুন্দর লক্ষের বিয়নি খানি। আর লিখে তায় বিশেষ উপায় পূর্ব্ব পরিচয়-বাণী॥ চাদ সদাগর সোণকা ব্যণ্যান লিখেন তাহার বাড়ী। ছয় পুত্র তার চিত্র কৈল আর ঘরে ছয় বধূ রাড়ী। নগর নিবাসী এ পাট পরশ (১) লিখি প্রতি জনে জনে। সাতালি পর্ব্বতে লোহার বাসরে বেহুলা লখাইর সনে॥ লিখে এই সব শোক কলরব বেহুল ভাসিয়া যায়। লক্ষের বিয়নি কামিল্যা আপনি এত চিত্র কৈলা তায়॥ চাদ সদাগর নেড়াত নফর আর লিখে ঝাউয়া চেড়ী (২)। কামিল্যা উল্লাস করিতে বাতাস গঠিল সোণার ডাড়ী (৩) ৷ কামিল্যা তথাই বলিছে লখাই শুন তোরা এক ভাবে। লক্ষের বিয়নি গড়া দিল আনি ইহাতে সকলি পাবে॥ (১) পাড়া প্রতিবাসী। (২) কাউয়া নাম্নী দাসী। (৩) ঘাট।