পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨b-8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। দেখিয়া শুনিঞা মনে হইল উল্লাস। হাত বাড়াইয়া যেন পাইল আকাশ। দেখি সোণকার হৈল পরিতোষ মনে। বেহুলার গলা ধরি কন্দে সকরুণে॥ কহগে সাবিত্রি সতি কুশল বারতা। প্রাণপতি জীয়াইয়া খু্যা আইলা কোথা। দেখাইয়া রাখ প্রাণ তোর জন্ম ধন্ত। এ তিন ভুবনে তুমি পতিব্রতা কন্ত॥ বেহুলা বলেন তুমি না হয় কাতর। আমার শ্বশুর কোথা চাদ সদাগর॥ মনসা সহিত তিনি ঘুচানু বিবাদ। পূর্ব্ব শাপ বিমোচন অভয় প্রসাদ॥ মনসার পূজা করুন আমার শ্বশুর। চৌদ্দ ডিঙ্গ আন্তা দিব ছয়ট ভাস্থর॥ সোণকা বলেন তবে আর কিবা চাই। চরণে পড়িয়া তবে সাধুকে বুঝাই। নাড়া (১) গিয়ে ধাঞা কয় শুন সদাগর। পুনরপি প্রাণ পায়া আইল লক্ষ্মীন্ধর॥ ছয় পুত্র আইল তোমার চোঁদ মধুকর। শুনিএ হরিষ হৈল চাদ সদাগর॥ শুনিঞা যে চাদ বাণ্য হরষিত হৈল। কান্ধে হেঁতালের বাড়ি নাচিতে লাগিল॥ কোথা সে বেহুল রাড়ী কোথা সে লখাই। মর পুত্র জীয়ন্ত পুরীতে যদি পাই॥ তবে সে পূজিব আমি মনসার বার। শুনিঞা হরিষ হৈল পুরে যত তার॥ আপন শ্বশুরে রামা বলে প্রবোধিয়া। চৌদ্দ ডিঙ্গা জলে ভাসে দেখনা আসিয়॥ ছয়টি ভাস্থর তাহে লক্ষ্মীন্ধর পতি। বহিত্র দেখিবে যদি চল শীঘ্রগতি॥ প্রতীত না যায় চাদ বেহুলার বোলে। লাফ দিয়ে চাদ বাণ্য উঠিল দেয়ালে ৷ (১) চাদের ভূত্য।