পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミbrや বঙ্গ-সাহিত্য-পরিচয়। দেখিয়া উষার (১) নৃত্য সব দেবগণ। ধন্য ধন্ত বুলি (২) করে পুষ্প বরিষণ ৷ দেখিলাম ভাল নৃত্য অনেক দিবসে। হেন বুলি স্থরলোকে উষারে প্রশংসে ৷ পারিজাত মালা দিয়া বুলে ত্রিলোচন। বর মাগ অভিলাষে যেই লয় মন॥ এত শুনিয়া তবে সাহের কুমারী। প্রণাম করিয়া বোলে হস্ত যোড় করি॥ জগজীবন ঘোষাল। কবি জগজীবন ঘোষাল দিনাজপুরের রাজা প্রাণনাথের সময়ে বিদ্যমান ছিলেন। প্রাণনাথ ১৬০৯ শক বা ১৬৮৭ খৃষ্টাব্দে রাজা হইয়াছিলেন। সুতরাং কবি ১৬শ শতাব্দীর শেষ ভাগে কিম্বা ১৭শ শতাব্দীর প্রথম ভাগে গ্রন্থ রচনা করিয়া থাকিবেন। কবির নিবাস দিনাজপুরের অন্তর্গত “কোচআ-মোরা” গ্রামে ছিল। স্বৰ্গ-পূরে বেহুলার বেশ-বিন্যাশ। আনিয়া পেটারি তার ঘুচাইল ঝাপনি। হস্তে করি নিল বালি (৩) দৰ্পণ বসনখানি॥ করে ঝারিয়া বালি বিচারিল (৪) কেশ। খোপায় পুতিয়া থুইল ভাটি উজানদেশ। (৫) সুবর্ণ চিরণি লইল হস্তেত করিয়া। একে একে কেশ সব লইল উঙারিয়া (৬)॥ নারাণ তৈল বিষ্ণু তৈল কেশের গোড়ে দিয়া। খোপাখানি বান্ধে রাম চারি দ্বার খুয়া (৭)। (১) বেহুল পূর্ব্ব-জন্মে উষা ছিলেন, এখানে সেই নামে তাহাকে অভিহিত করা হইয়াছে। (২) বলিয়া। (৩) বালিকা। (৪) আঁচরিল। (৫) সম্ভবতঃ ভাটি-উজান দেশের চিরুণী খোপায় গুজিয়া রাখিল। (৬) নিঙড়াইয়া। (৭) চারিটি সিঁথিতে কেশদাম বিভক্ত করিয়া।