পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—জগজজীবন ঘোষাল—১৭শ শতাব্দী। Հե-Գ পূর্ব্ব দ্বারে শোভ করে সুবর্ণ কেতকী। দক্ষিণ দ্বারে শোভ করে যুথি মালতী। কত কত ভ্রমর পড়ে উড়ে উড়ে যায়। থোপার উপড়ে পড়ে থোপার মধু খায়। কনক দর্পণ লইল হস্তেত করিয়া। আপনার রূপ দেখে আপনে নিরখিয়॥ উড়ে গেল ভ্রমরা খোপার মধু খায়। মনোরম্য নহে খোপা ফেলিল আউলিয়া॥ তার পাছে খোপা আউলাইয়া চুল। কেশের গোড়ে শোভা করে সুন্দর চাম্পাফুল ৷ সুবর্ণ চিরণে ফেলায় গেল জানি। কেশের গোড়ে শোভ করে মুঞ্জা সারি সারি॥ খোপার মধ্যে শোভা করে চাম্পা নাগেশ্বর। কেয়া কেতকী শোভে সপ্তদল কমল॥ থোপার মধ্যেত দিল ময়নার ডাল। ভ্রমরা ভ্রমরী তাথে করে কোলাহল। ক্ষেণে ক্ষেণে ভ্রমর খোপার মধু খায়ে। কত কত ভ্রমরা তাথে হরি গুণ গায়ে॥ সিন্দুরেত ইন্দু বিন্দু কজ্জলের রেখা। কালীয়া মেঘের আড়ে চন্দ্রে দেছে দেখা ৷ নিরমাণ করি খোপা লইল বান্ধিয়া। কনক দৰ্পণখানে হস্তেত করিয়া॥ আপনার রূপ দেখে আপনে রক্ষিয়া। মনোরম্য নহে থোপা চাহে নিরথিয়॥ খান কত গহনা নিল নিচিয়া বাছিয়া। উপর কর্ণে চাকি পরে নাম্বা কর্ণে বলি। (১) তাহার মধ্যে শোভা করে হীরা মঙ্গল কড়ি (২)॥ (১) কর্ণের উপরিভাগে চাকি নামক অলঙ্কারবিশেষ ও নিম্নভাগে (নাম্বা কর্ণে) ‘বলি’ পরিলেন। (২) মদন-কড়ি নামক অলঙ্কার।