পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سراسراج বঙ্গ-সাহিত্য-পরিচয়। গলায়ে তুলিয়া পরে সরস্বতী-হার। দুই বাছে (১) পরিল ঝাম্পানি (২) চারি তার॥ নাকেত তুলিয়া পরে নাকের বেশরি। হৃদয়ে তুলিয়া পরে লক্ষের কাচুলি। দুই হাতে পরে শঙ্খ শ্রীরাম লক্ষ্মণ (৩)। হেটের উপরে শোভে মাণিক কঙ্কণ॥ পায়ে তুলিয়া পরে ছয় যোড় পামুলি। দশ নখে পরে কন্যা সুবর্ণ অঙ্গুরী॥ চরণে পরিল কন্যা বাজন নুপূৱ। শুনিতে সুরঙ্গ বাদ্য যায় বহু দূর॥ জগজীবন কবি মনসার দাস। পদ্য ছন্দে পাচালী করিল প্রকাশ ৷ বাও নহে বাতাস নহে তরু কেনে হেলে। নবীন কদম্বের ডাল বায়ে ভাঙ্গে পড়ে। (ধুয়া )। কাপড়ের পেটগরি বালি আনে টান দিয়া। খান কত বস্ত্র তোলে নিচিয়া বাছিয়া॥ প্রথমে পরেন সাড়ী নামে যাত্রাসিদ (৪)। নাটুয়ায় নাট করে গায়ানে গায় গীত॥ সে কাপড় পরিয়া বালি আগে পাছে চায়। মনোরম্য নহে কাপড় পেটারি পূরায়॥ তার পাছে পরে কাপড় কাপড়ের রাজা। সরুয়া কাকালি রামা মুষ্ঠে (৫) ধরে মাজ॥ সে কাপড় পরে বালি আগে পাছে চায়। মনোরম্য নহে কাপড় খসিয়া ফেলাষ॥ তার পাছে পরে কাপড় নামে খুঞ নেত। সরুয়া কাকালি মাজ ভরে বান্ধে ছাচি বেত ৷ সে কাপড় পরিয়া বালি আগে পাছে চায়। মনোরম্য নহে কাপড় পেটারি পূরায়॥ (১) বাহুতে। (২) ঝাম্পানি = ঝাপ। (৩) শ্রীরাম ও লক্ষ্মণ শঙ্খের নাম। (৪) যাত্রাসিদ = যাত্রাসিদ্ধ, যে সাড়ী পরিলে যাত্রাসিদ্ধি হয়। (৫) মুষ্ঠে = মুষ্টি দ্বারা। অর্থাৎ কটি এত ক্ষীণ যে মুষ্টিদ্বারা ধরা যায়। -