পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—দ্বিজ রসিক—১৮শ শতাব্দীর শেষ ভাগ। చినలి খণ্ডাইতে নারে কেহ দৈবের নির্ব্বন্ধ। দৈবে মৈল বনবাসে রাজা হরিশ্চন্দ॥ যত কিছু কর্ম্ম সব দৈবযোগে কৰে। অভিমত্যু মৈল দুর্য্যোধনের সমরে। ভাল কভু নাহি হয় দৈবের কারণে। দৈবের কারণে আমি ভাসিলাম জলে॥ মড়া কোলে যেন কান্দে মদন সুন্দরী। ভাবিয়া চিন্তিয়া যে দেবের অধিকারী॥ বেহুলা মানদাসে কান্দে প্রাণনাথ কোলে। নিদ্রা তেজ প্রাণনাথ শুন মোর বোলে॥ অধম নির্লজ্জ বড় কান্দে মোর প্রাণ। মুখে জল দিয়েছি বাটার খায় পাণ ৷ লুকাইয়া ছিলে তুমি লোহার বাসরে। কলার মালদাসে ভাস জলের উপরে॥ দেশান্তরী হঞা কন্দে বেহুলা অভাগিনী আপদ ঘুচুক বল জয় যে ব্রাহ্মণী (১)। প্রাণনাথ বল্যে করা কান্দে উচ্চৈঃস্বরে। কত নিদ্র যাও প্রভু মানদাস ভিতরে॥ চেয়্যাছে চেয়্যাছে লক্ষের অধিকারী। বেহুলা অভাগী কন্দে হঞা দেশান্তরী॥ কান্দিতে কান্দিতে চলে সাধু সামস্তিনী। বেহুলার ক্রন্দনে কান্দে বনের হরিণী॥ প্রাণহীন পতি কোলে ভাসে একাকিনী। হেন কালে দিল দেখা জগতী ব্রাহ্মণী॥ নিজ বেশ ছাড়ি হইলাঙ মনুষ্য আকৃতি। যাতে যাতে ব্রাহ্মণী মাতা প্রথম যুবতী॥ গগন মণ্ডলে হৈল তিন প্রহর বেলা। সিনানের ঘাট ছলে উঠিল৷ কমলা (২)॥ স্বামীর লাগিয়া রামা করিছে রোদন। হাতসান দিয়া দেবী ডাকে ঘনে ঘন॥ (১) বিষহরী। ঋষিপত্নী বলিয়া ব্রাহ্মণী’ বলা হইয়াছে। (২) কমলা = লক্ষ্মী। এখানে লক্ষ্মী-স্বরূপ ব্রাহ্মণী।