পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৯৮
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

কর্কটিয়া নাগে যে কর্ণের করে শলি।
ফণী-মণি জিনিয়া যে কাঞ্চলিয়া বলি॥
সিন্দূরিয়া নাগে দেবীর শিরের সিন্দূর।
খঞ্জনিয়া বোড়াএ দেবীর চরণে নূপূর॥
কজ্জোলিয়া বোড়াএ দেবীর কজ্জল পদ্মাবতী।
গগনিয়া নাগের যে গলার গ্রীবা-পাতি[১]
তাড়ুয়া নাগে যে বিচিত্র চারি তাড়।
সিতলিয়া নাগে দেবীর সাত-লরী-হার॥
নাগ-আভরণ পরি হরিষ অতুল।
অনন্ত বোড়াএ কৈল মাথে পঞ্চ ফুল॥
চারিদিকে নাগের স্তম্ভ নাগের যে ফণা।
চতুর্দ্দিকে শোভা করে নাগের থোপনা[২]
নাগ ঝারি নাগ পাটি নাগের খুরসি[৩]
আভরণ দেখি পদ্মা মনে মনে হাসি॥
তক্ষক সারথি রথ বহে অষ্ট নাগে।
রথভরে গেল পদ্মা মহাদেব আগে॥
মস্তক তুলিয়া হর দেখে নাগচয়।
সেই খানে ঢলিয়া পড়িল কালিদয়॥
ইকি ইকি বলি পদ্মা নামে রথ হতে।
বাপ বাপ করি কোলে লইল আস্তে ব্যস্তে॥
যেই খানে সদাশিব পড়িল ঢলিয়া।
নাগ আভরণ যত গেল ফেলাইয়া॥
একেশ্বর রৈল পদ্মা কেহ নাই তোলে।
অকান্দনে কান্দে পদ্মা পিতা লৈয়া কোলে॥
বৈদ্য শ্রীজগন্নাথ রচিত পদ বন্ধ।
সুরচিত কহি গাহি লাচারী প্রবন্ধ॥

কবি জীবন মৈত্রেয়।

কুন্তলে চুলটি জাদ স্বর্ণ খোপা তার মাঝ
কেশে কত অলঙ্কার বিন্দু।
চন্দন কস্তুরী খোলে যাতে অলিরাজ ভুলে
মুখ-পদ্ম যেন পূর্ণ ইন্দু॥

  1. গ্রীবা-পত্র = হাস্‌লী।
  2. শূপ, রাশি।
  3. কুর্দী =নাগাসন।