পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○>b〜 গন্ধ-বণিকৃ। সুবর্ণ-বণিক্‌ ৷ মণি-বণিক। কাংস্ত-বণিক্‌ ৷ শঙ্খ-বণিক। তামেলী। মালাকার। বঙ্গ-সাহিত্য-পরিচয়। লয়া মসীদত (১) কাএতের স্থত বীরের নগর লিখে। ঘর বসা শত লিখে অবিরত শুনে বীর মহামুখে॥ পাত্র ভাণ্ডু দত্ত সদা লএ তত্ত্ব বুলন মণ্ডল হৈল। কেহ বা ভাণ্ডারে লেখা পড়া করে সভারে বিষয় দিল॥ হাটারী বাজারী বস্ত্যে সারি সারি নানা দ্রব্য আনি বেচে। অযোধ্যা-সমান হৈল পুরীথান দ্বিজ হরিরাম রচে॥ গন্ধ-বণিক্‌ বস্তা নগর ভিতর। জৈত্রী লবঙ্গ জীরা বেচে জায়ফল ৷ নানা দ্রব্য আনি তারা করএ পসরা। বীরে ভেটে গন্ধ দিয়া পরএ ফুল্লর। সুবর্ণ-বণিক বস্তে দিয়া এক সারি। অবিরত সোণা রূপা বেচা কেনা করি॥ নগরের লোক লয়্যা ভঞ্জিত করে তঙ্কা। মূল্য করি লএ কারে নাঞি করে শঙ্কা॥ মন্ত-বণিক্‌ বেচে হীরা নীল পলা। নগরের লোক লয় পরয় অবলা॥ কাংস্তবণিক্‌ বস্তে নগর ভিতর। ঝারি থালা ঘটী বাটী গড়ে নিরন্তর॥ শঙ্খকারী শঙ্খ কাটে অবলার হেতু। দেখি আনন্দিত হয় রাজা কালকেতু॥ নগরে তামেলী বসি বেচা কেনা করে। অপূর্ব্ব লইয়া পাণ দেই মহাবীরে॥ নগরের এক দেশে রহে মালাকার। মালঞ্চ সাজিয়া করে পুষ্পের পসার। কালীপূর্ণ দোয়াত।