পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য—মাধবাচার্য্য—১৫৭৯ খৃষ্টাব্দ। HIV ভাঙ্গা নারিকেল জল দিল সুবদনী। ভোজন করিতে বৈসে খুলনা ব্যাণ্যানী॥ ধূঞা পোড়া অন্ন দেখি নাড়ি চাড়ি চায়। ক্ষুধার কারণ রামা তার কিছু খায়। ঘুণ জন্মিল তাতে পিপীলিকা দেখি। অন্ন হোতে হস্ত তুলি কাদে ইন্দুমুখী॥ পাত ধরিয়া ভাত ফেলিল অন্তরে। ভাঙ্গা নারিকেল জলে আচমন করে॥ ঢেকিশলা ঘরে শুইল খৈয়াবাস (১) পরি। সমস্ত যামিনী খায় ক্ষুদিয়া পিপড়ী। সমস্ত যামিনী রামা কাদি গোয়াইল। প্রভাত সময়ে কিছু নিদ্রাগত হৈল॥ নিশাপতি অস্ত গেল উদিত তরণি (২)। চৈতন্ত্য পাইয়া উঠে লহন ব্যাণ্যানী॥ জাগিয়া জানিল রামা ছেলী আছে ঘরে। খুলনী খুলনী বলি ডাকে উচ্চৈঃস্বরে। নিদ্রার কারণে কিছু না শুনে খুলনী। মুখেতে ঢালিয়া দিল হেমঝারির পানী॥ আস্তে ব্যস্তে উঠে রামা ভয়েতে ব্যাকুল। কাপড় টানিয়া পিন্ধে আট বান্ধে চুল ৷ লহনায়ে বলে শুন খুলনা রূপসী। এত বেলী ছেলী মোর রাখ উপবাসী॥ খুলনায়ে বলে দিদি গাএ মোর জর। বাম হস্ত দিয়া চাহ ললাট উপর॥ অবশ হয়েছে অঙ্গ আজি না পারিব। কালুক প্রভাতে উঠি ছেলী লইয়া যাব। লহনায়ে বলে বেটী জর নাহি গাও। আপন গৌরব রাখি ছেলী লইয়া যাও॥ লহনার বাক্যে রামা রহিতে না পারে। ছাগল লইয়া যায় কানন ভিতরে॥ (১) খুম্বাবস্ত্র = অল্পমূল্যের মোটা কাপড়। (২) স্বর্য্য।