পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HIV পিতৃ-গৃহের সংবাদ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ভুঞ্জয়ে খুল্লনা রামা কচুপাতে ভাত। পরশিতে লহন করয়ে গতায়াত॥ পুরাণ ক্ষুদের যাউ কিছু তার কোণ। সকল ব্যঞ্জন কাচা নাই দেয় লোণ॥ রেন্ধেছে পাজাত শাক কলমী কাঁচড়া। কলাই ক্ষুদের কিছু তুলিয়াছে বড় ৷ বার্ত্তাকুর খারা কচু কুমুড়া বেকলা। কাঠ-শিমের ব্যঞ্জন পূরিয়া দিল থালা॥ দুঃখে না ভুঞ্জয়ে রামা চক্ষে বহে জল। কোপেতে লহন চক্ষু করিল পাকল (১)। খুল্লনারে গঞ্জিয়া লহন কিছু বলে। এতেক ব্যঞ্জনে তোর ভাত নাহি চলে। হৃদে বিষ মুখে মধু পাপমতি বাকী (২)। অবশেষে বড় শরা ভরে দিল কাজী (৩) ৷ কিছু খায় কিছু ফেলে খুল্লনা সুন্দরী। তৃণের শয্যায় তার গেল বিভাবরী॥ প্রভাতে ছাগল লয়ে করিল গমন। শ্রীকবিকঙ্কণ গান দুঃখের ভাজন। প্রভাতে ছাগল লয়ে চলিল খুল্লনা। আঁচলে বাধিয়া দিল চালু আদি কোণ (৪)॥ ছাট হাতে পাত মাথে ধীরে ধীরে যায়। জল আনিবার ছলে দুর্ব্বল গোড়ায়। (৫) কতদূর দুয়া গিয়া করে নিবেদন। গিয়াছিনু কালি তোমার বাপের ভবন॥ একত্র আছিল তব পিতা আর মাতা। কহিলাম উভয়েরে তব দুঃখ-কথা॥ শুনি ভাল মন্দ না বলিল লক্ষপতি। মৌনেতে রহিল তব মাতা রম্ভাবতী॥ দেখিলাম তব পিতা বড়ই কৃপণ। দিলেন তোমার তরে কড়ি চারি পণ॥ (১) যুৱাইতে লাগিল। (২) র্যাদী = দাসী। (৩) পান্ত ভাতের জল। (৪) কুনকে। (৫) জল আনিবার ছলে দুর্ব্বল খুল্লনার পশ্চাতে গেল।