পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য-কবিকঙ্কণ–১৫৭৭-১৫৮৯ খৃষ্টাব্দ। শিথিয়া ব্যাধের কলা (১) হাতে লয়ে সাতনলী (২) কাননে এড়িব জাল ফান্দে। তোমারে বধিয়া শুক ঘুচাব মনের দুঃখ একাকিনী শারী যেন কান্দে॥ থাইয়া শারীর মাথা শুন মোর দুঃখ কথা তোমারে লাগিবে মোর বধ। কর কর্ম্মে অবধান রাখহ আমার প্রাণ ঝাট যাহ গৌড় জনপদ। আমারে করিয়া দয়া দুঃখের বীরতা লয়্যা দেহ মোর স্বামীর বারতা। উড়ে গেল শারী শুক খুল্লনা ভাবেন দুঃখ মুকুন্দ রচিল গীতগাথা॥ রাই কামু নিকুঞ্জ মন্দির মাঝে। বসন্তে প্রেমরসে মুখে বিরাজে॥ ধূয়া। মন্দ মন্দ বহে হিম দক্ষিণ পবন। অশোক কিংশুকে রামা করে আলিঙ্গন॥ কেতকী ধাতকী ফুটে চম্পক কাঞ্চন। কুসুম পরাগে শ্লথ হৈল অলিগণ॥ লতায় বেষ্টিত রামা দেখিয়া অশোক। খুলনা বলেন সই তুমি বড় লোক। সই সই বলি রাম কোলে করে লতা। স্বরূপে বলিব সই তপ কৈলে কোথা॥ আমা হৈতে তোমার জনম দেখি ভাল। তোমার সোহাগে সর্থী বন হৈল আলো॥ ময়ুর ময়ূরী ডাকে সুমধুৰ নাদ। শুনিয়া খুল্লন রামা ভাবয়ে বিষাদ॥ এক ফুলে মধু পীয়ে ভ্রমর-দম্পতি। সুমধুৰ গায় গীত রহে একমতি॥ বিনয় করিয়া তায় বলেন খুল্লনা। যুড়িয়া উভয় কর করেন মাননী॥ (১) কৌশল। (২) উপযুপিরি সাতটা বংশদও সমাবেশে নির্ম্মিত পার্থী ধরিবার যন্ত্র-বিশেষ। రి(సి স্বাভাবিক সৌন্দর্য্য ও খুল্লনার বিরহ-কথা।