পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sq8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। পঞ্চদিনান্তরে রাম হইয়া হরষিত। অচ্চিলেক ষষ্ঠদেবী মার্কও সহিত॥ মহোৎসব করিয়া আনন্দ হৈয়া বর। আচার্য্য পণ্ডিতে ধন দিলেক বিস্তর॥ হরনেত্র-ঋতু যদি হইলেক গত। (১) বুদ্ধি শ্রাদ্ধ করি অন্ন দিল বদনেত॥ শ্রীমন্ত নাম রাখে শুভক্ষণ করি। জয়ধ্বনি দিল যথ বণিকৃ-মুন্দরী। উভমাসাধিকাব্দ হইল যদি সাধু। চলিলেন জগদম্বা জন্মাইতে বধূ। শালবন নামে নৃপ সিংহল দ্বীপেতে। আত্মরক্ষা কৈলা তান কলত্রোদরেতে॥ বৈষ্ণব-পদ। রাম কানাই চলিল মথুরাতে। অহ ক্ষপ অনুক্ষণ (২) না দেখিয়া চন্দ্রানন এক গৃহে বঞ্চিব কিমতে॥ ধূয়া॥ যথক্ষণ প্রাণ কানু বাজায় মোহন বেণু কায ত্যজি শুনিএ শ্রবণে। না শুনিলে বাশীর গীত ব্যাকুল হইল চিত নিরথিয়া থাকি পন্থ পানে॥ কবে আসি যাদুমণি মাগিবেক ক্ষীর ননী কবে পান করিবেক স্তন। আইস আইস বৎস বলি কবে কোলে লব তুলি চন্দ্রবক্তে দিবারে চুম্বন। এ বলিয়া নন্দরাণী বক্ষে রাখি চক্রপাণি রোদন করএ গলে ধরি। ভণে দাস শ্রীশঙ্কর যবে মৃত্যু হবে মোর তবে যেন দুর্গা-মন্ত্র স্মরি॥ (১) হরনেত্র=৩। তিন ঋতু (শিশির বসন্ত ও গ্রীষ্ম) গত হইলে, অর্থাৎ বৰ্ষাঋতুতে। (২) দিন রাত্রি এবং প্রতিক্ষণ।