পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য-ভবানীশঙ্কর দাস–১৭৭৯ খৃষ্টাব্দ। ©ፃ(: চণ্ডিকাকর্তৃক শালিবাহন রাজার শাসন। সাজিলেন জগদম্বে। কিঙ্কিণী কটির পরে। ভীমারূপ মহারম্ভে। কঙ্কণ শোভিছে করে॥ অঙ্গে করে থরথর। গ্রীবায় মুণ্ডের হারে। দন্তে করে কড়মড়॥ বাম করে অসিধার। অতি চারু শোভা করে॥ শব্দ করে মার মার॥ দাস শ্রীশঙ্করে কয়। পঙ্কজ-চরণ মাঝে; কৃপা কর শু্যামা মায়॥ কাঞ্চন নূপুর সাজে। পদাম্বুজে মন রেীক। সুললিত ধ্বনি করি। পঙ্কজে অলির প্রায়॥ তাহ রুমুঝুনু বাজে॥ সুশীলার সাজ-সজ্জা। যথেক মুন্দরী নারী স্বর্ণ ঘটে লৈয়া বারি সুশীলারে করাইল স্নান। মনে হৈয়া কৌতুহল মুছিয়া অঙ্গের জল পট্টম্বর কৈল পরিধান॥ শোভে বক্ত, সম ইন্দু কপালে সিন্দুর-বিন্দু গলে দোলে গজমতি-হার। কর্ণে কর্ণফুল দোলে কঙ্কণ শোভিছে করে বাহুমূলে শোভে স্বর্ণতার॥ করের আঙ্গুলোপরে রত্নাঙ্গুরী শোভ করে কটি মাঝে কিঙ্কিণী শোভিছে। চরণে মকর খাড়ু সহিতে যে ঘুঙ ঘুরু তদধোতে নূপূৰ্ব বাজাছে॥ ভবানীশঙ্কর কহে দেবীপদ-সরোরুহে মন মোর রাহুক আনন্দে। ষড়ঙিভ্রর মন যেন বদ্ধ হৈছে অনুক্ষণ অরবিন্দ পুষ্প মকরনে॥