পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত-গোবিন্দরাম বন্দ্যোপাধ্যায়–খুঃ ১৫শ শতাব্দী। ৩৮৩ কাষ্টের কপাট দ্বারে অট্টালিকা গড়। দিল পুষ্প জল দ্বারে সামন্ত-ককড় (১)। ধূলি রেণু প্রবেশ করিতে নাঞি তায়। দ্বার বাচাইয়া বাচি (২) খেলাইতে যায়। জাল্যার ম্যায্যারে (৩) লক্ষ্মা জাগাইয়া আনে। পবনের প্রায় ডিঙ্গা খেয়াতে যে জানে॥ (৪) নারীগণ লয় লক্ষ্মা নায় বাচি খেলে। লক্ষ লক্ষ আঠা পাত হাড়ী (৫) ভাসে জলে॥ নির্ম্মল গাঙ্গের জল দেখি যেন ঘোল। মেঘের গৰ্জ্জন সম শুনি সৈন্তা-রোল॥ জলে থলে (৬) সৈন্য-রোল দেখে লক্ষ্মা শুনে। ময়না বিপত্য বড় মনে মনে গুণে॥ (৭) স্বাটে নৌকা রাখিয়া নাবিক-নারীগণে। বিদায় দিলেক লক্ষ্মা গেল নিকেতনে॥ বাচি খেলাইয়া লক্ষ্মা যাতি ছিল ঘর। মন স্থির নহে উঠে গড়ের উপর॥ গড়েতে উঠিয়া লক্ষ্মী চতুর্দিগে চায়। মাহু দা বেড়াছে গড় দেখিবারে পায়॥ (৮) কেহ রাদে কেহ ভুজে (৯) কেহ কেহ জাগে। চৌবেড়ে (১০) বেড়াছে গড় রাত্রি নিশাভাগে॥ লক্ষ্মা বলে যদ্যপি সংগ্রামে পশি আমি। শাখা-শুকা পুত্র দোষ দেই পাছে স্বামী॥(১১) সবারে জাগায়া যুক্তি মত যেই হয়। রাত্রে রণ করি এক যুক্তি সিদ্ধ নয়। তে সমস্ত কালুডোমের। (২) নৌকা-বাচ। (৩) জেলের মেয়েকে। (৪) যে জেলের মেয়ে বায়ুর গতিতে ডিঙ্গা বহাইতে পারে। (৫) গৌড়ের সৈন্তগণ যে সকল উচ্ছিষ্ট পত্র এবং রন্ধনের হাড়ী জলে ভাসাইয়া দিয়াছিল। (৬) জলে স্থলে। (৭) ময়নাগড়ের অত্যন্ত বিপদ লক্ষ্মা ডুমুনি মনে মনে গুণিল। (৮) মাহুঙ্কা মন্ত্রী ময়নাগড় বেষ্টন করিয়াছে দেখিতে পাইল। (৯) ভোজন করে। (১০) চারি পংক্তিতে। (১১) যদি রাত্রিকালে এক যুদ্ধ করিতে যাই, তবে পাছে আমার স্বামী এবং শাক-শুকা দুই পুত্র আমার দোষ দেয়।