পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ha-8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। ভাবিয়া ভবনে গেল ভর্ত্তার নিকটে। নিদ্রিত হৈয়াছে কালু সিংহ স্বর্ণ-খাটে। অচেতন হৈয়া বীর কালু নিদ্রা যায়। শিয়রে বসিয়া শিরা (১) চামর চুলায়। লক্ষ্মা বলে মোর সবিনয় শুন শিরে। তৎকাল জাগায়্যা দেহ তুমি মহাবীরে॥ নব লক্ষ দলে মাহু (২) পাত্র ময়না বেড়ে। বিপক্ষের হাতে পুরী পড়িল বিখেড়ে॥ টল বল করে পদ্ম-পত্রে যেন জল। প্রভু না জাগিলে ময়না যায় রসাতল॥ শিরা বলে দিদি আমি অকার্য্যের পাত্র। নাক কাণ আছে বাকি কাটাইবে মাত্র। (৩) সোয়ামীর যত ভোগ ভুজি (৪) সবে জানে। কাচা নিদ্রা ভঙ্গ হল্যে বধিবেক প্রাণে॥ মরুক আমার স্বামী খায়্যা বিষ-খণ্ড। বাপের বাসেতে যাব হৈয়া তপ্ত রাও (৫)॥ সংগ্রামে স্বামীর অঙ্গে প্রবেণ্ডক শেল। সিন্দুর নামিলে ভালে শিরোরূহে তেল॥ (৬) জীয়ন্ত স্বামীরে মোরে বিধি কৈল বাকা(৭)। দুঃখে কাল গেল না পরিনু সোণ শাখা ৷ জাগাইয়্যা লইয়া যাহ যুদ্ধে বীরবরে। বীর মল্যে বঞ্চি গিয়া মা বাপের ঘরে॥ শিরার আক্ষেপ উক্তি শুষ্ঠা লক্ষ্ম জলে। বীরে জাগাইতে রামা বস্তে খাট-তলে ৷ রচিল গোবিন্দ বন্দ্য শ্রীধর্ম্মের পায়। শুনিলে কলুষ হরে যে গায় গাওয়ি॥৫ (১) শিরা–লক্ষ্মা ডুমুনির সপত্নী। ' (২) মাহুষ্ঠা ৷ (৩) শিরা বলিল, আমি এ গৃহে কোন কার্য্যে নাই, আমার সব স্থখই হইয়াছে, এখন স্বামীর কাচা ঘুম ভাঙ্গাইয়া আমার নাক কান কাটাইবে মাত্র। (৪) সম্ভোগ করি।, (৫) তপ্ত =নুতন। রাও=রাড়ী। (৬) আমার চুলের তেল ও কপালের সিন্দুর যদি খসিয়া পড়ে, অর্থাৎ যদি আমি বিধবা হই, তবে বরং মঙ্গল। (৭) বক্র = প্রতিকুল = নিষ্ঠুর।