পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8>b" শ্বশুরের সন্মতি। শুভ বিবাহ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। রাজা বলে মহাশয় কর অবধান। তোমার কন্যাকে কর কর্ণসেনে দান॥ বেলু রায় বলে তুমি প্রধান জামাত। তোমার বচন নাঞি করিব অন্তথা॥ রঞ্জার বিবাহ হবে আনন্দ অপার। রাজার মহলেতে রাখিয়া পরিবার॥ লগ্ন করিয়া রাজা অধিবাস করে। দ্বিজ রামচন্দ্র গায় অনাদির বরে॥ শুনিয়া এই কথা সেনেরে দিতে স্থত সুন্দরী রঞ্জা বিদ্যাধরী। হরিষযুক্ত মনে যতেক বন্ধুজনে আনে নিমন্ত্রণ করি॥ বাষ্ঠের উঠয়ে রোল তোরঙ্গ জয়ঢোল কম্বল দড়মাস নিশানি। মৃদঙ্গ কাসি দম্ফ টমক জগঝম্প কাসর বা রুদ্রবীণ বেণী॥ প্রাঙ্গণে পুতি খুটা মাণিক-হেম-পাট উপরে দিল সায়মান। আসিয়া দ্বিজবর যেমন দিবাকর চৌদিকে বস্তাছে সর্ব্বজন॥ করিয়া শুভ বেদ দ্বিজেতে পড়েন বেদ আনন্দ হইয়া বেনু রাজা। আরোপিয়া স্বর্ণ-কুম্ভ করিল কর্ম্ম আরম্ভ গণেশ আদি করি দেব পূজা ৷ হরিদ্রাযুক্ত ভূনি পেচেতে শোভে মণি বরণেতে তিমির বিনাশে। - পরিয়া রূপবতী পদ্মিনী-সমান জ্যোতি আসিয়া বসিলা পিতার পাশে॥ প্রশস্ত পত্র নিলা খেড়নি গন্ধশিলা ধান্ত দূর্ব্ব আর পুষ্প ফল। দধি ঘৃত সিন্দুর দিলেন নৃপবর স্বস্তিক শঙ্খ আর কজ্জল॥