পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 o দাদার ভাই। বঙ্গ-সাহিত্য-পরিচয়। পাচ চুলে করে পেচ দিল গোটা দশ। মুখ বুক বয়ে রক্ত পড়ে টস্টস্॥ গালে দিল চুণ কালী গলে গাথ জুতা। আগে আগে বাজে ঢোল পিছে মারে গুতা॥ কাণা কুঞ্জরের পীঠে নদী করে পার। দূরে থেকে দেয় ডোম দোহাই দাদার। শরণ লইলাম দাদা রক্ষা কর প্রাণ। তুমি জ্যেষ্ঠ জন্মদাতা পিতার সমান। কৃপাময় কালু কয় কেন ওরে ভাই। কাম্বা বলে দাদা হে নিকটে আগে যাই॥ হাতী হতে উক্তরি কালুর পদতলে। লুটায়ে পড়িতে কাম্বা কালু করে কোলে॥ গলাগলি কাদে দোহে চক্ষে বহে জল। বীর বলে বিশেষ বারত ভাই বল॥ কাম্বা বলে দাদারে বাজিল বুকে জাঠী (১)। সে হেন গুণের শাকা শুকা গেল কাটা॥ দেখিতে ফাটিল বুক করিন্তু বিষাদ। তাহাতে অধম পাত্র দিলে অপরাধ (২)॥ কালুর সোদর কাম্বা তারি অনুচর। এই বেটা কাটাইল রাজার লস্কর॥ (৩) দূর করে দিল দাদা হোলাম অপমানী। চল গিয়ে দুই ভেয়ে সব সেনা হানি॥ পূর্ব্ব কথা ভাবি পাছে মনে ভাব পর। বীর ডোমের বুন (৪) হতে ভেঙ্গে ছিল ঘর॥ তোমার নফর আমি সব দিবে ক্ষমা ৷ কালু বলে প্রাণের সমান তুমি কামা (৫)॥ (১) শেল-বিশেষ। (২) তোমার পুত্র শাক-শুক যুদ্ধে নিহত হইলে তাহদের জন্ত শোক প্রকাশ করি, সেই অপরাধে পাত্র আমাকে এত অপমান করিয়াছে। (৩) আমার বিরুদ্ধে তার এক অভিযোগ এই যে, আমি তোমার ভ্রাতা ও অনুচর, এবং আমিই তাহাদের দলে থাকিয়া গৌড়েশ্বরের অনেক সৈন্ত কৌশলে নিহত করিয়াছি। (৪) ভগিনী। (৫) কাম্বার অপভ্রংশ।