পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 R. স্ত্রীকে বন্ধন। প্রতিশ্রুতি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। অমনি ধরিল ধেয়ে করিয়া দাপট। বেণী-ঝোড়ে জড়ায়ে লখের বাধে জট। (১) প্রতাপে লথেরে বাধে কাহার যোগ্যতা (২)। আপনি বন্ধন নিল লখে পতিব্রতা ৷ ধর্ম্মপদ ভাবি দ্বিজ কবিরত্ন ভণে। প্রভু মোর রামরামে রাখিবে কল্যাণে॥ লথেকে বান্ধিয়া দড় (৩) কালু সত্য করে। গঙ্গাজল তুলসী তামায় তুলে ধরে॥ পূর্ব্বমুখে বলে কালু এই ব্রহ্ম সত্য। যে কিছু মাগিবি কামু (৪) তাই দিব তথ্য ৷ ইথে অন্ত মত করি ঈশ্বর প্রমাণ। ইহ পরকাল মজি হারব পরাণ॥ ব্রহ্মহত্যা আদি যত মহাপাপ ঘটে। ফলিল দেবীর শাপ দৈব ধরে জটে॥ বল কামু কি দিব্য কহিছে কালুবীর। দূরে থেকে কাম্বা বলে কেটে দাও শির॥ দধিচি মুনির সম দাদা হলে দাতা। নিজ দেহ দিয়ে মুনি তুষিল দেবতা ৷ কালু বলে ওরে দুষ্ট কি করিলি কাজ। ইহার কারণে তোর এত বড় সাজ॥ নিষেধ করিল লখে তোর শীল (৫) জেনে। অভাগা মজিল তার কথা নাহি মেনে॥ ভুলায়ে বিশ্বাসঘাতী মাথা লয়ে যাবি। ইহার উচিত ফল এই ক্ষণে পাবি ৷ অবিশ্বাসী জনারে বিশ্বাসে এই ফল। কহিতে কহিতে তাখি করে ছল ছল॥ কাম্বা বলে দাদারে করেছ অঙ্গীকার। মায়া ছাড় মহাশয় সত্য হয় পার॥ পশ্চিমে উদয় যদি হয় দিবাকর। ফুটে যদি পদ্মফুল পর্ব্বত উপর॥ (১) কালু লথেকে চুলে ধরিয়া বেণী-গাছের সঙ্গে বন্ধন করিল। (২) লখে ডুমুনী স্বয়ং অতি দক্ষ যোদ্ধা ছিল। (७) न्छ। (৪) কাম্বা। (৫) চরিত্র।