পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত-নরসিংহ বস্থ–১৭৩৭ খৃষ্টাব্দ। 8ჯ¢ এত শুনি পোতামজী করিল গমন। সেনের ডাটুক কাটে বত্রিশ বন্ধন। কর্ণসেনে পুনশ্চ দিলেক সেই বেড়ী। বিধির বিপাকে কার্য্য হয়্যা গেল দেরী। লাউসেনে বিদায় করিল গৌড়েশ্বর। পুনশ্চ গেলেন পিতা-মাতার গোচর। জননীকে জিজ্ঞাসা করেন যুবরাজ। পশ্চিমে উদয়-কর্ম্ম অল্প নহে কায॥ বিশেষ বলহ মাতা কোন দেশ যাই। কোন পূজা করিলে ধর্ম্মের বর পাই। এত শুনি রঞ্জাবতী বলেন বচন। সামুল্যাকে (১) সাথে নিবেক করিয়া যতন॥ আদ্যের আমিনি (২) সেই সব কথা জানে। উপদেশ অনেক পাইবে তার স্থানে॥ ধর্ম্মপূজার উপদেশ। চাপায়ে যখন আমি শালে দিলাঙ ভর (৩)। সামুল্যার উপদেশে ধর্ম্ম দিলা বর॥ সাথে নিবে সাধ্য যত পূজা আয়োজন। তরী আরোহণে যাবে হাক গু (৪) ভূবন। রথ থরে তুলা নিবে ধর্ম্মের পাছকা। হরিহরে লইবে আদ্যের বটে ঢেক্য। (৫)৷ অস্তাচল সেখানে বিস্তর দূর নয়। লোকমুখে শুষ্ঠাছি যোজন পাচ ছয়॥ (১) সামুল্যা= ধর্ম্মপূজার উপদেষ্ট্র রমণী। (২) আদ্য বা নিরঞ্জন, ধর্ম্মঠাকুরের অপর নাম। আমিনি=পূজার উপদেষ্টী। ধর্ম্মপূজার সহকারিণী রমণীগণ “কামিনী” বা “কামিন্তা” আখ্যায় পরিচিত। এই “কামিনী” শব্দ হইতে “আমিনি” শব্দ উদ্ভূত। (৩) রঞ্জাবতী পুত্র-কামনায় লৌহ শূলে বিদ্ধ হইয়া প্রাণত্যাগ করেন, ইহাই “শালে ভর দেওয়া”; ধর্ম্মের বরে তিনি পুনৰ্জ্জীবিত হন এবং পুত্রলাভ করেন। (৪) হাকণ্ড নামক স্থানে লাউসেন তপস্যা করেন; “হাকণ্ড পুরাণ” নামক গ্রন্থে এই বৃত্তান্ত উল্লিখিত আছে–এরূপ উক্ত আছে। এই পুরাণ পাওয়া যায় নাই। হাকগু-সপ্তখণ্ড শব্দের বিকৃতি বলিয়৷ মনে হয়। (৫) ঢাকী =যে পূজোপলক্ষে ঢাক বাজায়। (to