পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮔo বঙ্গ-সাহিত্য-পরিচয়। পশ্চিমে উদয় বর পাইবে সে ঠাঞি। না কান্দিহ বাপধন চিন্তা কিছু নাঞি॥ আমি সাথে আছি সব কহিব বিশেষ। নরসিংহ বলে পায়া ধর্ম্মের আদেশ॥ সাঙ্গজাত সাজাইয়া ময়নার রায়। কলিঙ্গার স্থানে বালা (১) হইল বিদায়॥ চিত্রসেনে (২) কোলে কর্যা করিলা চুম্বন। কলিঙ্গাকে সপিল রাউতি চারি জন॥ মহল ভিতরে সেন হইলা বিদায়। কালু ও তাহার স্ত্রী কালু বীর লক্ষ্যাকে ডাকিয়া কন রায়॥ লক্ষ্মার উপর ময়নার আজি হত্যে ময়না করিল সমৰ্পণ। ভার অর্পণ। তোমাকে সপিলু ভাই জাতি কুল ধন ৷ সাবধানে থাকিবে যোগাবে রাত্র দিন। আজি হত্যে প্রজা লোক তোমার অধীন॥ কালু বীর বলে তুমি আমার বিধাতা। যম ইন্দ্র আইলে কাটিব তার মাথা॥ যতক্ষণ জীবন আমার ধড়ে আছে। কার বা যোগ্যতা আস্তে ময়নার কাছে॥ জয়পতি মণ্ডল প্রভৃতি প্রজাগণ। একে একে সভাকে করিল সমৰ্পণ॥ বিদায় হইল সেন সভার সাক্ষাৎ ৷ উপনীত হইল সেখানে সাঙ্গজাত॥ শুভক্ষণে সন্তাসী সকল (৩) চঢ়ে নায়। যুবা বৃদ্ধ বালক দেখিতে সব ধায়। দাড়াইয়া লোক সব চিত্রের পুতলী। রাম লাগ্য অযোধ্যায় লোকের ব্যাকুলী॥ হাতে দণ্ড কেরুয়াল (৪) বসিলা গাবর (৫)। তরণী ছাড়িল বেলা আকাশে জুপ্রেহর। হাঙ্কণ্ডে যাত্রা। (১) বালক। এখানে লাউসেন। (২) লাউসেনের পুত্র। (৩) ধর্ম্ম-পূজকগণ। (৪) কেরুয়াল=নৌকার দাড়। (৫) গাবর =মাঝি। গাবর দাস অর্থাৎ কৈবর্ত্তগণের এক শ্রেণীর লোক পূর্ব্বে এই কায করিত।