পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত-নরসিংহ বহু—১৭৩৭ খৃষ্টাব্দ। আসর সহিত ধর্ম্ম হবে দয়াবান। আমার বাদল পালা হল্য সমাধান। হরিধবনি কর সভে হয়্যা একমন। ভণে নরসিংহ ঘনশ্বামের নন্দন। মাহুদ্যার ময়নাগড় আক্রমণ। লাউসেনের হাকগু-গমনের পর তদীয় মাতুল মাহুষ্ঠা গৌড়েশ্বরের বিপুল বাহিনী লইয়া লাউসেনের রাজধানী ময়না নগর আক্রমণ করেন। কিন্তু কালুর বীরত্বে অঁটিয়া উঠিতে না পারিয়া ইন্দ নামক চোরকে নিযুক্ত প্রভাবে সকলেই নিদ্রিত হইত। এই “নিন্দ্যাটি” দ্বারা ইন্দা ময়নায় প্রবেশ-পূর্বক সকলকে সম্মোহিত করিতেছে। ইহার পূর্ব্বেও অপর এক কবির ধর্ম্মমঙ্গল-কাব্য হইতে এই প্রসঙ্গ প্রদর্শিত হইয়াছে। মন্ত্র পড়া মাটী ছড়াইল চারি পানে। ধরিল অঘোর ঘুম সভার লোচনে। কুমার ঢলিয়া পড়ে পিট ছিল হাড়ী। ধুলায় ধূসর তার ভগিনী কাখ রাড়ী। জয় বুড়ী রাত্যে জাগে বস্তাছে কাটনে (১)। ধরিল পুটুলা ঘুম তাহার লোচনে॥ ঢল্যা পড়ে হাতে কর্য চরখার কাটী। ভূমে গড়াগড়ি যায় কামড়ার্যে মাটী ৷ উনানে ছুতার-বুড়ী দিতেছিল ফুক। ভূমে ঢলা পড়িল আথায় দিয়া মুখ॥ রান্ধনী রান্ধন-শালে ঘুমেতে অজ্ঞান। পাশ্বে গড়াগড়ি যায় শলা দশ বাণ। যুৱতী যুবক সঙ্গে ঘেষান্বেষি গা। নিদ্রা যায় স্বামীর গাএতে ফেলে পা ৷ বোঝারি মাথায় বোঝা পথে যায় চল্য। ইন্দার নিন্দ্যাট ধরে পড়িল গরল্যা (২)। (১) স্থত কাটিতে। (২) গড়াইয়া।

  • e

8ፃ<) ময়নার নিন্দাটি।