পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–কৃত্তিবাস—জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। 8ని) মুখটি বংশের পদ্ম শাস্ত্রে অবতার। ব্রাহ্মণ সজ্জনে শিখে যাহার আচার॥ কুলে শীলে ঠাকুরালে ব্রহ্মচর্য্য গুণে। মুখটি বংশের যশ জগতে বাখানে॥ আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘমাস। তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস॥ শুভক্ষণে গর্ভ হৈতে পড়িলু ভূতলে। উত্তম বস্ত্র দিয়া পিতা আমা লৈল কোলে॥ দক্ষিণ যাইতে পিতামহের উল্লাস। কৃত্তিবাস বলি নাম করিলা প্রকাশ॥ এগার নিবড়ে (১) যখন বারতে প্রবেশ। হেন কালে পড়িতে গেলাম উত্তর দেশ। বৃহস্পতিবারের উষা পোহলে শুক্রবার। পাঠের নিমিত্ত গেলাম বড়গঙ্গা-পার (২)॥ তথায় করিলাম আমি বিদ্যার উদ্ধার। যথা যথা যাই তথা বিদ্যার বিচার॥ সরস্বতী অধিষ্ঠান আমার শরীরে। নানা ছন্দে নানা ভাষা অপনা হৈতে স্কুরে॥ বিষ্ঠা সাঙ্গ করিতে প্রথমে হৈল মন। গুরুকে দক্ষিণ দিয়া ঘরকে গমন॥ ব্যাস বশিষ্ঠ যেন বাল্মীকি চ্যবন। হেন গুরুর ঠাই আমার বিস্ত সমাপন॥ ব্রহ্মার সমান গুরু বড় উষ্মাকার (৩)। হেন গুরুর ঠাঞি আমার বিদ্যার উদ্ধার॥ গুরুস্থানে মেলানি (৪) লইলাম মঙ্গলবার দিবসে। গুরু প্রশংসিলা মোরে অশেষ বিশেষে। রাজপণ্ডিত হব মনে আশা করে। পঞ্চ শ্লোক ভেটিলাম (৫) রাজা গৌড়েশ্বরে। (১) নিবড়ে= অতীত হইলে। (২) বড়গঙ্গা যশোহরে। “পূর্ব্ব সীমা ধূল্যাপুর বড়গঙ্গা-পার”— অন্নদামঙ্গল। (৩) উষ্মাকার =তেজস্বী। (৪) মেলানি = বিদায়। (৫) ভেটিলাম = উপহার পাঠাইলাম।