পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سراہ ۶) সীতার উত্তর ও অগ্নিপরীক্ষণ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ভরত শত্রুঘ্ন দেখ সহোদর ভূ-ভাই। নয় সেবা কর্যা থাক গিয়া তা সভার ঠাঞি॥ যথ তথা যাহ সীতা আপনার সুখে। কেন আজ আইঞা কান্দ আমার সমুখে॥ যত যত বলেন রাম অতি নিঠুর বাণী। ধারা শ্রাবণের দুই চক্ষে ঝরে পানী॥ কেহো কিছু নাঞি বোলে সভার ভিতরে। আঁখির লোহ মুছি মা সীতা বলেন ধীরে ধীরে॥ জনক বিয়ারী উত্তম কুলে উৎপত্তি। দশরথ-সুত রাম মোর হন পতি॥ ভাল মতে জান গোসাঞি আমার চরিতি। জানিঞা শুনিঞা কেন করিছ দুৰ্গতি॥ ধর্ম্মশীল গোসাঞি তুমি বিচারে পণ্ডিত। বিভা কাল হৈতে জান আমার চরিত॥ আদ্য উপান্তের কথা শুন ঠাকুর রাম। তোমা বিস্তু অন্তপুরুষ পিতার সমান। বলিবে যেবা রাবণ হরে দুরাচার মতি। লোকে বলিবে অনুচিত সীতা নয় সতী॥ এত বাক্য শুনিঞা তখন রাম নারায়ণ। তোমার বাক্য সীতা না লয় মোর মন॥ শ্রীরাম বলেন আমার মানুষ-কুলে জন্ম। মানুষে ডর্যায়্যা করি মানুষের কর্ম্ম॥ দশ মাস ছিলে তুমি রাবণের পাশে। কেমনে বঞ্চিলে তুমি না জানি বিশেষে। অযোধ্যায় জন্ম আমার রাজার নন্দন। তোমা হেন স্ত্রীয়ে মোর নাহি প্রয়োজন॥ এতেক শুনিঞা সীতা রঘুনাথেয় তুণ্ডে। আকাশ ভাঙ্গিয়া পড়ে জানকীর মুণ্ডে॥ কান্দিয়া জানকী বলেন সর্ব্বনাশ হৈল। সতীর শাপ ব্যর্থ নয় মোরে ফলে গেল। কান্দ্যা কান্দ্যা বলেন সীতা রঘুনাথের কাছে। তোমা বিনো কোথা যাব মোর কেবা আছে ৷