পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t) 8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। অশ্রুমুখী হনুমান ধীরে ধীরে কয়। কহিতে না পারে প্রেমে দুই ধারা বয়॥ হনুমান বলে তবে দান পাই আমি। যদি একবার রঘুনাথের বামে বৈস তুমি। এত বলি হনুমান পড়িলা লোটায়া। জনম সফল করি নয়নে দেখিয়া॥ সীতা বলেন সাধ ছিল বিধি হল্য বাম। পাথারে ফেলাল্যা মোরে গুণনিধি রাম॥ জন্ম জন্ম ঋণী আমি পবন-নন্দন। শোধিতে তোমার ধার নারিব কখন॥ যে কর্ম্ম কর্যাছ তুমি কে করিব আর। মোর লাগি দারুণ সমুদ্র হৈয়া পার॥ সেই দিন নাঞি গেলে মরিতাঙ আপনে। তুমি রামের অঙ্গুরী দিয়া রাখিলে পরাণে। সেই আশে এত দিন আমি প্রাণে নাহি মরি। নয়নে দেখিলাঙ আমি রূপের মুরারি॥ তব পুণ্যে রাম-পদ পুনর্ব্বার দেখি। হইল পরম ভাগ্য জুড়াইল আঁখি॥ অযোধ্যা-নগরে যাব মনে ছিল আশ। বিধি মোরে দুঃখ দিল হল্য এই দশ॥ যে আমার প্রাণধন সে ছাড়িল মোরে। কহ বাছ হনুমান যাব কোথা করে। অতএব আমি আর দেহ না রাখিব। রামের বালাই লয়্যা অনলে পুড়িব। তোমা বিনে মোর বন্ধু আর কেহ নাই। পুত্র-কার্য্য কর বাপু কহি তোমার ঠাঞি॥ তুমি পুত্র হনুমান রাম মোর পতি। পুত্রের সাক্ষাতে মরে সেই পুণ্যবতী॥ জগতে দুর্ম্মতি নাই আমার সমান। সব দুঃখ দেখিতে না পাব ভগবান। অতএব পুত্র-কার্য্য করিতে যু্যায়। রাম যাতে পাব তার কহ ত উপায় ৷ এই খানে বাছা তুমি এক দণ্ড থাক। পুত্র-কার্য্য কর বাছা রাম নাম ডাক॥ |