পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–কৃত্তিবাস—জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। ৫১৭ পরীক্ষা চাহিআ ভাই কি কর্ম্ম করিল। কাঞ্চন-প্রতিমা সীতা আগুনে পুড়িল ৷ এ মোর কপাল মন্দ বিধি বাম হল্য। সমুদ্রে তরায়্যা নৌকা শুকনায় ডুবাল্য। সীতা সীতা বলি রাম পুনঃ পুনঃ ডাকে। শোকেতে আকুল রাম হাত হানে বুকে॥ অগ্নি হত্যে উঠ সীতা জনক-বীয়ারী। তোমা বিনে প্রাণ আমি ধরিতে না পারি। উঠরে উঠরে প্রাণ আসি দেহ দেখা। তোমা বিনে আর প্রাণ নাঞি যায় রাখা ৷ কাব্দেন ত্রীরামচন্দ্র কৌশল্যা নন্দন। তোমা বিনে অন্ধকার হল্য ত্রিভুবন॥ তোমা বিনে আর আমি না যাইব দেশে। তোমার লাগিয়া অগ্নি করিব প্রবেশে ৷ এত বলি রামচন্দ্র করে কর হানি। লক্ষ্মণের কোলে মূৰ্ছা হন রঘুমণি॥ রাম যদি অচেতন লক্ষ্মণের কোলে। লক্ষ্মণ কান্দেন মা গোঁ সীতা কোথা গেলে ৷ আর মোরা দুটা ভাই দেশে নাঞি যাব। কৌশল্যা মাএর আগে কি বোল বলিব ৷ জননী আছেন মাত্র চায়া পথ-পানে। সীতা রাম বলিয়া ডাকিছে রাত্রি দিনে॥ কেমনে মাএর আগে যাব দুটা ভাই। জননী বলিব সঙ্গে সীতা কেন নাঞি॥ কেমনে বলিব তাহে এ সব বীরতা। বিষম-অনল-মধ্যে পোড়াইলাঙ সীতা॥ এই হেতু না যাইব আপনার দেশ। কিবা জল কিবা অগ্নি করিব প্রবেশ॥ রাম কোলে করি লক্ষ্মণ শোকেতে ব্যাকুল। বানর-কটকে উঠে ক্রন্দনের রোল॥ ৰংটকের শোক। কেহ অচেতন কেহ ধায় রত্নারড়ি। সীতা সীতা বলি কেহো যায় গড়াগড়ি॥