পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qミ8 অঙ্গদের রায়বারে বাত্র। বঙ্গ-সাহিত্য-পরিচয়। রাম তোমার পিতা জানকী তোমার মা। যে তোমার মাত পিতা তার সঙ্গে যা ৷ হনুমানে কোলে তুলি আনিল রঘুীর। যেই হুনু সেই আমি একই শরীর॥ অঞ্জনা সম্ভাষি চলে রামের বিমান। কৃত্তিবাস বাখানিলা লঙ্কার পুরাণ ৷ শঙ্কর কবিচন্দ্র-কৃতঅঙ্গদ রায়বার। কৃত্তিবাসী রামায়ণে যে “অঙ্গদ สtฐสุโส” ভূষণ-স্বরূপ পরিগৃহীত, তাহা কৃত্তিবাসের রচনা নহে। প্রাচীন কৃত্তিবাদী পুথিতে তাহ পাওয়া যায় না, অপিচ কবিচন্দ্রের ভণিতাতেই তাহ পাওয়া যায়। নিয়ে ১০৫৯ বাং সনের লিখিত এক খানি পুথি হইতে কবিচন্দ্র কৃত অঙ্গদ রায়বার” সমস্ত পালাটি উদ্ধত হইল। মধ্যে মধ্যে কয়েকটা রুচি-ছষ্ট পংক্তি আছে, তাহা আমরা কবিত্বের অনুরোধে কতক বর্জন কতক বা সামান্তরীপ পরিবর্তন করিলাম। কবিচন্দ্রের কবিত্ব শক্তি প্রশংসনীয়, এই অংশ পাঠ করিলেই পাঠক তাহা বুঝিতে পরিবেন। কবিচন্দ্রের প্রকৃত নাম শঙ্কর, কবিচন্দ্র তদীর উপাধি। বঙ্গভাষা ও সাহিত্য (তৃতীয় সংস্করণ ) ৫০৯, ৫১৪-৫১৬ পৃষ্ঠা দ্রষ্টব্য। কৃত্তিবাসী রামায়ণ মূলের অনুযায়ী, মূল বহিভূত অংশগুলি পরবর্তি-কবিগণের যোজনা। বটতলা তাহা কৃত্তিবাসের রচনা বলিয়া চালাইতেছেন। সুগন্ধি-পুষ্পের মালা গন্ধে মনোহর। অঙ্গদের গলে দিল যতেক বানর॥ রামজয়-মঙ্গল-ধ্বনি উঠল চারি পাশে। লম্ফ দিঞা গিঞ বীর উঠিল আকাশে॥ সবল গমনে যায় ছাড়ে সিংহ-নাদ। হেথা লঙ্কার রাবণ রাজ গণিছে প্রমাদ॥ শুকশারণকে (১) ডাক্য রাজা লাগিল জিজ্ঞাসিঙ্গে। উত্তর দিগে কিসের শব্দগুলা শুনি আচম্বিতে॥ শুকশারণ বলে গোসাঞি সমুদ্রের কুলে। সিংহ-নাদ শব্দ কর্য বানর গুলা বুলে ৷ (১) রাবণের মন্ত্রী।