পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HIV বঙ্গ-সাহিত্য-পরিচয়। তোর রামের বিক্রম আমি দেখিবারে পাই। না হল্যা তা দেশে থ্যাক্য খেদ্যাঞা দিলেক ভাই॥ সে নারী লঞা দারি (১) হঞা বনকে প্রবেশে। সে ভাইকে মার্য রাজ্য লঞা রইল কেন্ন দেশে ৷ সে যে করে সে করুক ধরুক মোর মনে তা কি ৷ শূৰ্পণখার নাক কেট্যাছে ব্যর্থ আমি জী। আন্তাছি তাহার নারী বলিগা যাঞ তারে। করুক আস্তা রাম তপস্বী প্রাণে যত পারে ৷ সুমেরু পর্ব্বত যদি মুষ্টঘাএ লড়ে। সাধী রমণী যদি নিজ পতি ছাড়ে। গরুড়ের ধন যদি হর্যে লেই কাকে। খলের শরীরে যদি পাপ নাই থাকে ৷ খদ্যোৎ উদয়ে যদি সূর্য্য হয় পাত। তবু রাবণ জিন্তা সীতা নিতে নারিবেক রঘুনাথ ৷ আমি যে বলি শুন বানরা বল গা রঘুনাথে। সেতুবন্ধ ভাগ্য দেক আপনার হাতে॥ আন্তাছে পর্ব্বত সকল যত বানরগণে। আর বার খুক নিঞ যাঞী যে বা যার স্থানে। আন্তাছে পর্ব্বত সকল সেই খানে খুবেক। উপড়াছে গাছ পাথর সেই খানে তা রুবেক (২)॥ বিভীষণা পড়ক আস্যা আমার পায় কাদ্য। ঘর-পোড়াকে অন্যা দেক হাতে গলে বাধ্যা ৷ সেই কার্য্য আগে আমার আর কার্য্য পিছে। বুঝ্যা শাস্তি করিব তা যে চিত্তে লাগে ৷ তৃতীয় প্রহর যখন রাত্রি নিশা ভাগে। দুয়ারে প্রহরী মোর কেউ নাই জাগে ৷ লঙ্কা দগ্ধ করা গেছে রাত্রি আস্তা পড়া। তার শাস্তি করা দিব তবে দিব ছাড়া ৷ ধতুর্ব্বাণ ফেলা রাম খত লেখ নাকে। সব দোষ ক্ষমা কর্যা কৃপা করি তাকে॥ (১) দ্বারী। (২) রোপণ করিবে।