পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(*ა9ჭ উত্তর প্রত্যুত্তর। (১) দশ মুখের বহু দন্ত একত্র প্রকাশিত হওয়ায় কেতকী-পংক্তির সঙ্গে উপমিত হইয়াছে। (২) তবুও। বঙ্গ-সাহিত্য-পরিচয়। তোর জীতে যদি বাসনা থাকে দন্তে তৃণ লঞা। কাধে দোলা করা সীতা দিয়াস্ত গিঞ বঞ॥ তবে যদি জানকী-নাথ করেন অতি রোষ। আমরা পায় ধর্যা মাগ্য নিব তোর সব দোষ॥ অঙ্গদের কথা শুন্তী দশানন হাসে। কেতকী কুসুম যেন ফুটে ভাদ্রমাসে॥ (১) রাবণ বলে সীতা দিলে যদি রক্ষা পাই। আমার লাগ্য তোসভার দুঃখ না শুনিতে চাঞি। আমার লাগ্য তোমরা কেনে ধরিবে রামের পায়। আমি যুদ্ধ করা মরি তোদের বাপের কিবা যায়॥ আন্তাছি রামের সীতা দি বা কি না দি। বানর বনের পশু বেটা তোর তায় কি॥ ঈষৎ এ কথা ভাব করালেক রামের সনে। দেশকে যাবে বলা সাধ করাছ মনে॥ বিনি দোষে রাম তপস্বী তোর বাপকে মালেক। তার পায় প্রণতি হলি লজ্জা নাই পালেক॥ পুত্র বলি পরশুরামকে শুধিলেক বাপের ধার। ক্ষেত্রী মার্য নিক্ষেত্রী কৈল তিন সপ্ত বার॥ তমুত (২) পিতৃ-শোক নিবারণ নাই তাতে। কীর্ত্তবীর্য্যের মাথা আন্ত দিল মাএর হাতে॥ ধিক্ ধিক্ জীবন তোর মর রে অধম বেটা। বৃথাই জীবন তোর অঙ্গদ * * *। অঙ্গদ বলে রাবণ ভেবে ছার্থ নিজ জাতটা। সত্য কর্যে বল দেখি রাবণ তুই কার বেটী। ব্রহ্মতেজে জন্ম তোর ত্রিভূবনে খেয়াতি। বিশ্বশ্রবার বেটা তুই পুলস্ত্যের নাতি॥ বিশ্বশ্রবা মহাতপ বিশ্বে যার যশ। তো যদি তাহার বেটা তবে কেনে রাক্ষস॥ মা তোর রাক্ষসী হল্য ব্রাহ্মণ তোর পিতা। জানিঞা করিলি বিভা দানব দুহিতা॥