পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(28や ঐীরামের রূপ স্মরণ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ব্যাকুল হইয়া সীতা স্মরিয়া ঐরামে। কেনে তেজিলে হে প্রভু অপরাধ বিনে॥ উচ্চৈঃস্বরে রোদন করেন অতিশয়। শ্রীরামের রূপ গুণ স্মরিয়া হৃদয়॥ আজানুলম্বিত ভুজ দূর্ব্ব-দল-তাম। - উন্নত নাসিক ভাষা বল্লকী (১) সমান॥ পদযুগ সরসিজ চাচর কুন্তল। কুণ্ডলে মণ্ডিত গও করে ঝলমল॥ দেখিয়া সে মুখশশী কান্দে অভিমানে। সিংহের সদৃশ গতি অতি সুলক্ষণে॥ করাঙ্গুলি অতিশয় চম্পক-কলিকা। মধুকর-শিশু যেন লম্বিত-অলকা (২)। দশন দাড়িম্ব-বীজ-রুচি সবিধানে। দেখিয়া অঙ্গের আভা কাম অভিমানে॥ হেন রাম গুণ রামের কেমনে পাসরি। কোন দোষে স্ত্রীরাম করিল বনচারী। হরের ধনুক ভাঙ্গি আম বিভা কৈলে। আমার হাইবাসে (৩) প্রভু বৃক্ষে কোল দিলে॥ কি লিখিল দৈব মোরে কিছুই না জানি। প্রভুর নাঞিক দোষ মুঞি অভাগিনী॥ কৌশল্যারে আমার কহিয়, পরণাম। অনুক্ষণ সীতা তোমার করেন ধেয়ান॥ প্রাণের দেয়র তুমি যাহ নিজ পুরে। আলিঙ্গন বলিহ মোর কনিষ্ঠ ভগিনীরে॥ কহিঅ প্রভুর স্থানে আমার মরণ। গঙ্গার সলিলে মোৰ করিতে তৰ্পণ॥ জন্মে জন্মে মোর পতি সেই দণ্ডধারী। আমা হেন কোন যুগে না হইএ নারী॥(৪) লক্ষ্মণ প্রণতি কৈল সীতার চরণে। লোহেতে মুদিত আর্থি-পদ্ম আদর্শনে॥ (১) বীণা ৷ (২) অলকা=চুল। (৩) ভ্রমে। (৪) কোন যুগে যেন আমার মত তুর্ভাগ নারী কেহ না হয়।