পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–অদ্ভুতাচার্য্য—গ্রন্থ-রচন-কাল ১৭৪২ খৃস্টাব্দ। ○○○ বেদ পড়ি আশীর্ব্বাদ কৈল মুনিগণ। দেব মুনিগণের রাজা বন্দিল চরণ॥ দশরথ রাজা এথা নান্দীমুখ করে। পুরোহিত হইল বিশ্বামিত্র মুনিবরে। বিধিমতে কৈল রাজা শ্রাদ্ধ তৰ্পণ। পিতা মাতা মহারাজা করিয়া তোষণ॥ বশিষ্ঠ মুনিক কৈল পাত্র সমর্পণ। নানা দান করি তুষিলেক যত মুনিগণ॥ শ্রাদ্ধ দান করিতে বেলা হইল অবশেষ। গোধূলি সময় আসি হইল প্রবেশ। তিথি আর যোগ গ্রহ নক্ষত্র করণ। স্থানে স্থানে বসাইল বশিষ্ঠ তপোধন। চতুর্দ্দিগে বৈসে দেব মুনি রাজাগণ। ব্রহ্মা আদি সাক্ষাতে বসিল সর্ব্বজন॥ যাইবেন চারি ভাই সয়ম্বর স্থানে। বরসজ্জা৷ নানা রত্ন অলঙ্কার পরে চারি জনে॥ রতন মুকুট শিরে কর্ণেত কুণ্ডল। শ্রীবৎস কৌস্তুভমণি শোভে বক্ষঃস্থল ৷ কনক-নুপুর পারে বাজে রিনি ঝিনি। চরণ মরুরগতি গজরাজ জিনি॥ আগে আগে চলিলেন রাম নারায়ণ। তার পাছে চলিল ভরত লক্ষ্মণ শত্রুঘন॥ (কি আরে) চলিল রাঘব রাম যায় পরিণয় রাজ। এ তিন অম্বুজ সঙ্গে স্বয়ম্বর মাঝ॥ ধুম্বা। বিবিধ বিনোদ মালে ছড়ার আটুনি। আধ লম্বিত ভালে বিনোদ টালনি॥ চন্দন তিলক আর অলকা বিলোলে। চন্দ্র বৈঠল যৈছে জলধার-কোলে ৷ ভূক্রর ভঙ্গিমা তাহে কামদেব-বাণ। হেন বুঝি কামদেব পূরিছে সন্ধান। নীলাক্ত নয়নে খেলে অপাঙ্গ তরঙ্গ। আছুক নারীর কাল মেচিছে অনঙ্গ ৷