পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qbペ বিবাহের উদ্যোগ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। মুনি বোলে চন্দ্রকলা অল্প মাত্র আছে বেলা আঙ্গি যাই যথা যুবরাজ। তোমার সংবাদ শুনি আনন্দিত হইব পুনি মৃতদেহে সঞ্চরিব জীব। শুনিয়া মুনির বাণী বোলে কন্যা সুবদনী চল শাস্ত্র জানায় সংবাদ॥ দারুণ বসন্ত কাল কিবা মোর জঞ্জাল শীঘ্র যাউক বোল মুনিবর। মুনি বোলে চিত্ত শান্ত করিলে পাইবা কান্ত সন্ধ্যাকালে নব ঘন শু্যাম। শ্রীরামের ইতিহাস শুনিলে পাতক নাশ কি করিতে পারে মহাপাপে॥ সর্ব্বদেব সঙ্গে করি মিলে পুরন্দর। যার যেই যোগ্য স্থানে বসিল সত্বর॥ ধবল যে বস্ত্র উড়ে মন্দ মন্দ বায়। স্থানে স্থানে স্তম্ভের উপরে দীপময় ৷ শতে শতে দিউট ধরিল চারি পাশ। সভা দেখি দেবরাজ মনে মনে হাস ৷ মুনি সম্বোধিয়া বোলে দেব পুরন্দর। কোন স্থানে চন্দ্রকলা কন্যারত্ন মোর। শুনিয়া ব্রাহ্মণী সব করএ মঙ্গল। সাজাই আনিতে যাউক দেবতা সকল। দেবতার তেজে হউক পৃথিবী উজ্জ্বল। নৃত্য গীত করহ মঙ্গল কুতূহল॥ সুবর্ণ-রজত-বৃষ্টি কর তপোবনে। রত্নময় দেখে যেন রঘুর নন্দনে৷ ই সব বলিয়া গেল রঘুর নিকটে। দেখিলেক চন্দ্রকলা পড়িছে সঙ্কটে। জানিয়া এ সব তত্ত্ব দেব পুরন্দর। তোহ্মা প্রাণনাথ এথা আসিছে সত্বর। জনক দেখিয়া কস্তা প্রণাম করিল। বসনে ঢাকিয়া মুখ আড় হৈয়া রৈল ৷