পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や>。 বঙ্গ-সাহিত্য-পরিচয়। দেবের প্রসাদ শুনি মৎস্ত নরপতি। সবান্ধবে নৃপতিএ করিল সম্মতি॥ নানামত দান কৈল রজত কাঞ্চন। পুরীতে প্রবেশ কৈল আনন্দিত মন॥ বিরাট পর্বের কথা সুধামৃতময়। ভবসিন্ধু তরিবারে কহিল সঞ্জয়॥ পাণ্ডবের অজ্ঞাত-বাস। পাণ্ডবদিগের বনবাসের শেষ বৎসর সম্পূর্ণরূপে অজ্ঞাত-ভাবে থাকার কথা ছিল। তদনুসারে তাহার বিরাট-নগরে ছদ্মবেশে এক বৎসর বাস করিয়াছিলেন। সেই সময় অতীত হইলে পর তাহারা শুভ দিন দেখিয়া বিরাট-রাজার সিংহাসনে উপবেশন করেন। এই মতে পঞ্চ দিন তথা নিৰ্বাছিল। শুভদিনে পঞ্চ ভাই একত্রে মিলিল॥ দ্রৌপদী সহিতে পঞ্চ কুতূহল মন। কনক রতন হীরা করিল ভূষণ॥ বিচিত্র উত্তর পরি নানা পুষ্পমালা। ইন্দ্র হেন পরি হইল সুবর্ণ মেখলা॥ নানা গন্ধে আমোদিত শরীর সুঠান। পঞ্চ জন হইলেক দেবের সমান॥ গৌরী সঙ্গে শঙ্কর দেথি শচী তিলোত্তম। শুভ ক্ষণে ছয় জনে করিল গমন॥ বিরাটের সিংহাসনে করিল আরোহণ। আনন্দে পূর্ণিত সব পুলকিত মন॥ যুধিষ্ঠির রাজা হৈল সর্ব্ব অধিকারী। বাম পাশে বসিল দ্রৌপদী পটেশ্বরী॥ যুবরাজে ছত্র ধরি ভীম মহাবীর। সহদেব বীরে দেখ ঢুলীয় চামর॥ অমাত্য সকল হৈয়া রহিল সকল। ধনুঃহস্তে সমুখে অর্জন মহাবল ৷ গাওঁীব ধনুক হাতে ইন্দ্রের সমান। মৃগ ধরিবারে যেন সিংহের পয়ান॥ হেন কালে দেবগণে পুষ্পবৃষ্টি কৈল। স্বর্গেতে ছন্দুভি বাদ্য তখনেই হইল।