পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—সঞ্জয়—১৪শ শতাব্দী। ○)(r তবে যুধিষ্ঠিএ কহে কোমল বচন। তুঙ্গি হেন সুহৃদ মোর নাহি ত্রিভুবন॥ গর্ভবাস হেন মত করিছ পালন। (১) অতুল মহিমা তোহ্মার ঘুষিব ভুবন॥ সুহৃদ কুটুম্ব তুমি মান্তত অধিক। সর্ব্ব গুণ ধর তুমি কহিবাম কিক॥ এত বলি বিরাটের হাতেত ধরিয়া। তুষিল বিরাট অৰ্দ্ধ সিংহাসন দিয়া॥ হেন কালে তথা আইল উত্তর কুমার। বিধিমতে পাণ্ডবেরে কৈল পরিহার॥ = অৰ্জুনে তুষিল তানে প্রেম আলিঙ্গনে। মাথে চুম্ব দিল তবে ধর্ম্মের নন্দনে৷ অন্তঃপুর হতে আইল সুদেষ্ণ কামিনী। প্রণাম করিয়া মিলে অঞ্জনা নন্দিনী॥ তবে মহোৎসব হৈল বিরাট নগর। নানা বাদ্য কুতূহল নগরে নগর॥ বিনয় করিয়া রাজা দিল পুষ্পাঞ্জলি। কুতূহলে নির্ভয়ে রাজার সঙ্গে চলি ৷ বিরাট পর্বে হইল যুধিষ্ঠির রাজা। নিতি নিতি পূজা করে মিলিয়া সব প্রজা। আর দিন বিরাট রাজা পাত্রের সহিতে। মন্ত্রণা করিল রাজা হইয়া এক চিতে॥ অৰ্জ্জুন তুষিব আমি দিয়া কোন ধন। কোন বস্তু দিলে পাইমু অর্জুনের মন॥ ধন দিয়া আমি তানে তুষিতে না পারি। তুষিবেক আন্ধি দিয়া উত্তর কুমারী। সর্ব্বগুণযুত কস্তা শাস্ত্রেত বিদুষী। অৰ্জুনের যোগ্য কন্যা পরম রূপসী॥ এতেক ভাবিয়া রাজা পাত্রের সদন। প্রভাতে সভাতে গিয়া কহিল রাজন॥ ক্যা-প্রদানের প্রস্তাব ৷ (১) গর্ভবাসে যেরূপ জীব লুক্কায়িত থাকে, তোমাকে আশ্রয় করিয়া আমরা সেইরূপ লুক্কায়িত অবস্থায় ছিলাম।