পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—কবীন্দ্র পরমেশ্বর—রচনা-কাল ১৪৯৫-১৫০০ খ্রঃ। や>? ভীষ্মের প্রতাপে শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা-ভঙ্গ। অতি কোপে ভীষ্মক বোলন্ত দুর্য্যোধন। তুস্কি মহাযোদ্ধপতি উপেক্ষিলা রণ॥ দুর্য্যোধনের অনুযোগ ও ಗ್ಜೀ, জদলি। সৈন্তে মোর প্রবেশিল পাণ্ডুর নন্দন॥ ভুবন-বিখ্যাত দ্রোণাচার্য্য মহাবীর। ভীমক দেখিতে সব রণে নহে স্থির॥ তোহ্মা দুই থাকিতে মোর সৈন্তে দিল ভঙ্গ। হেন মত পৌরুষ তোহ্মার নহে অঙ্গ॥ পাণ্ডবের অনুরোধে পরিহর রণ। (১) মনে মনে চাহ সভে আহ্মার নিধন॥ দুই চক্ষু পাকাইয়া ভীষ্ম মহাজন। ক্রোধ হইয়া বোলে তবে শুন দুর্য্যোধন॥ বিস্তর বলিল তবে হিত উপদেশ। না শুনিল দৈবগতি বিপাক বিশেষ॥ ইন্দ্র সমে দেবগণ যদি করে রণ। তবে হো (২) জিনিতে নারে পাণ্ডুর নন্দন॥ প্রাণ নিরপেক্ষ যুদ্ধ করি দুই জন। তথাপিছ অকীর্ত্তি বোলয়ে দুর্য্যোধন॥ কালি যুদ্ধ দেখিবা মোহর সর্ব জন। কুতুহলে রণ কর যত রাজগণ॥ এ বলিয়া যার যেই শিবিরেতে গেল। সেই রান্ত্রি এহি মতে সব নির্ব্বাহিল॥ প্রভাতে উঠিয়া ভীষ্ম ধনু হাতে লৈল। কালান্তক যম যেন সংগ্রামে চলিল ৷ রথী সব চলিলেক গণিতে না পারি। দুই বল মিলিলেক রণ অগ্রসারী। (১) পরিহর = পরিত্যাগ কর। পাণ্ডবদিগের প্রতি স্নেহধিক্যবশতঃ মনোযোগপূর্ব্বক যুদ্ধ কর না। (২) এই “হো হইতে “ও” উৎপন্ন হইয়া থাকিবে। ՊԵ,