পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২২ বক্রবাহনের কথা। ধনের ইয়ত্ত করা যায় না। ইহাকে এক শকট কাঞ্চন করম্বরূপ দান করে। বঙ্গ-সাহিত্য-পরিচয়। পুরী অতি স্থমোহন নিবেশে সুমেধাগণ অবিরত কহে কৃষ্ণ-কথা। নানা হাস্ত উপহাসে ভ্রমে সভে নানা রসে না চিনি ধনের অঙ্ক তথা৷ (১) অহিংসক শুদ্ধমতি মোহান্ত বৈষ্ণব যদি বৈসে তথা মহিমা প্রচুর। কিবা সে অদ্ভুত পুরী সভার কনক ঝারি পুরী যেন পুরন্দর-পুর॥ মহাতেজ বিপ্র যত কৃষ্ণপদে অনুগত ত্রিসন্ধ্যা করয়ে বেদধ্বনি। ত্রিভুবনে উপমারঙ্ক সঘনে বাজএ শঙ্খ ংস্ত ঘণ্টা সুমোহন শুনি॥ নৃত্য গীত প্রতি ঘরে সভে নানা যজ্ঞ করে ধূমে আচ্ছাদিত দেখি পুরী। পুরীর অঙ্গনা যত রূপময় গুণযুত দেখি যেন ইন্দ্র-বিদ্যাধরী॥ ভারত-সঙ্গীত কথা ভগবদ গুণ-গাথা ভকত-জনার সুখ ধাম। কৃষ্ণের দাসের দাস তার পদ করি আশ বিরচিল দ্বিজ অভিরাম॥ সবিস্ময় ধনঞ্জয় করে অনুমান। ংসধবজে সভামাঝে জিজ্ঞাসে কারণ॥ যজ্ঞবাজী এই পুরে করিল প্রবেশ। ইথে কেবা অধিকারী এই কোন দেশ। অৰ্জ্জুনে কহেন হংসধবজ মহীপতি। ইথে রাজা বক্রবাহন মহামতি॥ আমা আদি দিগে দিগে যত আছে রাজা। এই বক্রবাহনের সভে করে পূজা॥ সর্ব্ব প্রতি দিএ এক শকট কাঞ্চনি। (২) মছাতেজা এই রাজা রত কৃষ্ণ গুণী॥ (১) এখানে ধনের অঙ্ক গণনা করা যায় না, অর্থাৎ অধিবাসিগণের (২) আমাদের মত রাজার প্রত্যেক