পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকরণ নন্দীর মহাভারত। অশ্বমেধ-পর্ব্ব। (ছুটি খাঁর আদেশে বিরচিত। ) পরাগল খার আদেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের স্ত্রীপর্ব্ব পর্য্যন্ত অনুবাদ করেন। পরাগল খাঁর মৃত্যুর পর ছুটি খা শ্রীকরণ নদী নামক কবির দ্বারা অশ্বমেধ-পর্বের অনুবাদ সঙ্কলন করেন। দুঃখের বিষয়, আমি ভ্রমক্রমে শ্রীকরণ নন্দী স্থলে “শ্রীকর নন্দী” পাঠ বঙ্গভাষা ও সাহিত্য পুস্তকে লিপিবদ্ধ করিয়াছিলাম। সাহিত্য-পরিষৎ আমার প্রাচীন পুথিখানি পাইয়াও এই ভ্রম সংশোধন করেন নাই। র্তাহাদের প্রকাশিত “চুটি খার মহাভারতে” সেই শ্রীকর নদীই রহিয়া গিয়াছে। যে পুথি দেখিয়া এই অংশ উদ্ধত হইল তাহ আমার। উহা ১৫৮৫ (খৃঃ ১৬৬৩) শকের লেখা। মঙ্গলাচরণ। প্রণমহ অনাদি নিদান সনাতন। সৃষ্টি স্থিতি পালক পরম কারণ॥ মায়া বলে জগতের - - - - - - - - - | — - - - - মহীর পালন্ত॥ যাহার ইঙ্গিত না বুঝে প্রজাপতি। পুনি পুনি সেই দেবে করএ প্রণতি॥ গণপতি বন্দোম বিঘ্ননাশন। তবে দেবী ভগবতী বন্দোম চরণ॥ বন্দমহে ভক্তি করি যত কবিগণ। জনক জননী বন্দে যত গুরুজন॥ সভাপতি অগ্রেতে মোহোর (১) প্রণতি। বলিব পয়ার কিছু সংক্ষেপ ভারতী॥ পৃথিবীর মুখ্য পবিত্র এক স্থল॥ অতিবৃষ্টি অনাবৃষ্টি নাহি কোন কাল॥ (১) আমার।