পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—শ্রীকরণ নন্দী—১৫শ শতাব্দীর শেষ ভাগ। ৬২৯ যেমন সর্ব্বংসহ তেমতি মহারাজ। রাম হেন বহুনিষ্ঠ পালে সব প্রজা॥ নৃপতি হুষণ সাহ যেমন ক্ষিতিপতি। সাম দান দণ্ড ভেদে পালএ বসুমতী॥ তান এক সেনাপতি লস্কর ছুটি থান। ত্রিপুরার উপরে করিল সম্বিধান। চাটিগ্রাম নগরের নিকট উত্তরে। চন্দ্রশেখর পর্বত সুন্দরে॥ চারলোল-গিরি তার পৈতৃক বসতি। বিধি এ নির্ম্মাণ তাকে কি কহিব অতি॥ চারি বর্ণে বসে লোক সেনা-সন্নিহিত। নানা স্থানে প্রজা সব বসয়ে তথিত (১)॥ ফণী নাম (২) নদীএ বেষ্টিত চারি ধার। পূর্ব্ব দিগে মহাগিরি পার নাহি তার॥। লস্কর পরাগল থানের তনয়। সমরে নির্ভয় ছুটি খান মহাশয়॥ আজানুলম্বিত বাহু কমললোচন। বিশাল হৃদয় মত্তগজেন্দ্র-গমন॥ চতুঃষষ্টি কলা বসয় গুণের নিধি। (৩) পৃথিবী-বিখ্যাত সে যে নির্ম্মাইল বিধি। দিতে (৪) বলি কর্ণ সম অপার মহিমা। শৌর্য্য বীর্য্য গাম্ভীর্য্য নাহিক যে সীমা॥ কপট নাহিক যে তার প্রসন্ন হৃদয়। রাম সম পিতৃভক্ত খান মহাশয়। তাহার যত গুণ শুনিয়া নরপতি (৫)। সংবাদ দিয়া আনিলেক কুতূহল মতি॥ নৃপতির অগ্রতে তার বহুল সন্মান। ঘোটক প্রসাদ পাইল ছুটি থান। লস্করী বিষয় পাইয়া মহামতি। সাম দান দণ্ড ভেদে পালে বসুমতী॥ (১) সেই স্থানে। (২) (নোয়াখালী জেলার ) বর্তমান ফেণী নদী। (৩) বসয়= বাস করে। যাহার শরীরে পূর্ণ গুণরাশি বাস করে। (৪) দান করিতে। (৫) হুসেন সাহ।