পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8ぐ。 বঙ্গ-সাহিত্য-পরিচয়। অন্ত অন্ত এহি মতে কহিতে কখন। সর্ব্ব সৈন্ত সঙ্গে পাই নৃপতিহ বন॥ 崇 攀 豪 豪 অন্তরালে থাকিয়া রাজার শকুন্তলার কথা শ্রবণ ও মিলন। রাজা বোলে যদি থাকে ভাগ্যের উদয়। মোর কথা এ হাতে যে কহিব নিশ্চয়॥ তবে সর্থীগণে বোলে শকুন্তল সুবদনী। কেমত বিরহ-ব্যথা আহ্মিত না জানি॥ যদি তুহ্মি সবে জান হিত উপদেশ। কহিবাক মনে আছে বচন বিশেষ॥ স্নান করি যখনে চলিয়া আইলুম ঘরে। সেই হোতে অস্থির মোহর (১) কলেবরে ৷ যেই তো পুরুষবর দেখিলুম সরোবরে। সে কোন পুরুষ হএ নাহি জানি তারে॥ তবে সখীগণে বোলে তাকে নাহি চিনি। . দুষ্মন্ত আসিছে হেন লোকমুখে শুনি॥ যদি তুহ্মি তাহাকে বাঞ্ছিত অভিলাষ। দূতমুখে তার ঠাই করিব প্রকাশ ৷ ইঙ্গিত হাসিয়া কন্যা না দিল উত্তর। হরিষে পুলক রাজা হইল কলেবর॥ আপনারে ধন্ত হেন মানিল রাজনে। আপন প্রকাশ যেন আছে মোর মনে॥ অখনে আপনা কেন না দি পরিচয়। দৈবে বিধি মিলাইল ভাগ্যের উদয়॥ কিন্তু মনেত চিন্তা আছএ আহ্মার। চন্দ্রক্ষেণে কন্যা বিহা শূদ্রের আচার॥ অধর্ম্ম কর্ম্মেত কেহ্নে (২) মোর অভিরুচি। যে যুক্তি করিব আন্ধি আগে তারে পুছি। (১) আমার। (২) কেন।