পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు(t:్చ শকুন্তলার বিলাপ। প্রেত্যাখ্যান। বঙ্গ-সাহিত্য-পরিচয়। হাসিয়া নৃপতি বোলে না হয় উচিত। স্তুতি করি নিন্দ কর না হএ বিহিত॥ নিরজন হেন ভ্রম হইল তোহ্মার। রাত্রি নিশাকালে গেলা অগ্রেতে আহ্মার॥ রাধাকৃষ্ণ স্মরণ নাহিক মৃগ মারিলা যখন। কাম্য-সরোবরে তোহ্মা সঙ্গে দরশন॥ নিশাচর হইয়া রাত্রি আশ্রমেত গেলা। সখী সবে নিষেধিতে তাতে সত্য কৈলা॥ আর যত দিব্য কৈলা নাহিক স্মরণ। রাজা হৈয়া অনাচার অসার জীবন॥ আসিবার কালে তুক্ষি যে বাক্য বুলিলা। বৎসরেক বনে ছিল তাকে না স্মরিলা॥ রাজা হৈয়া মিথ্যা কহ কি বলিব তোকে। বেশু হেন আহ্মাকে বলিব সর্ব্বলোকে॥ অগ্নি খাই মরিবারে মোর প্রাণে লয়। উদরেত রাজবংশ এহি মাত্র ভয়॥ এত বলি কান্দে রাম কোপিত শরীর। জল বহে নয়নের পদ্ম-পত্র-নীর॥ রাজা বোলে করুণা করসি কোন কাযে। মিথ্যা প্রলাপ কেহ্নে লোকের সমাজে॥ কেবা তুমি কার কন্যা তাহা নাহি জানি। কেমতে হইবা তুহ্মি আহ্মার ঘরণী॥ শকুন্তলা বোলে রাজা জানিয়া কর পাপ। মেনকা-গর্ভেত জন্ম বিশ্বামিত্র বাপ॥ কথমুনি পুষিলেক আহ্মা পাইয়া বনে। ধর্ম্মপত্নী আহ্মি তোহ্মার দৈবের কারণে॥ জানিয় কপট করি নিন্দসি আমাক। কি বলিতে পারি তোহ্মা দৈবে পরিপাক॥ রাজা হৈয়া স্মরণ নাহি হৃদয়-ভিতর। সত্য মিথ্যা তাহান নাহিক অগোচর॥ চন্দ্র স্বর্য্য অগ্নি বায়ু আর বসুমতী। আকাশ জল সন্ধ্যা আর দিবা রাতি॥