পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬২ দুর্য্যোধনের শব-দর্শনে। বঙ্গ-সাহিত্য-পরিচয়। বিলাপ করয়ে কেহো মুখে মুখ দিয়া। অভাগিনী ডাকে নাথ না চাহ ফিরিয়া॥ মুক্তকেশে কেন আছ ভূমেতে পড়িয়া। ডাকয়ে পাণ্ডবগণ যুদ্ধ কর গিয়া। বীরবেশ ধরহ ধরহ ধনুঃশর। ভীমাৰ্জ্জুন ডাকে নাথ করিতে সমর॥ এই মতে নারীগণ করিয়ে রোদন। বদনে বদন দিয়া করয়ে চুম্বন। ডাকিনী যোগিনীগণ করে নানা কেলি। মাংস খেয়া মত্ত হয়া চলে চুলি চুলি ৷ স্বামী পুত্র পৌত্র আর বন্ধু সহোদর। পড়িয়া আছয়ে কত সংগ্রাম ভিতর॥ দুর্য্যোধনে চেষ্টা করি পাইল গান্ধারী। কথোদুরে পাইলেন কুরু-অধিকারী। ধুলায় পড়িয়া আছে রাজা দুর্য্যোধন। গান্ধারী দেখিল সঙ্গে সহ বধূগণ॥ পুত্র দরশনে দেবী অচেতন হৈল। দুর্য্যোধনের স্ত্রী আসি কোলেতে করিল। বুকে করি রাজারে কান্দয়ে রাজরাণী। তোমার বিহনে আমি হইলাঙ অভাগিনী॥ ক্ষেত্রীর স্বধর্ম্ম কর্ম্ম করিলে পালন। রাখিলে প্রতিজ্ঞ নিজ করিলে যে পণ॥ বিষাদ করিয়া সভে করয়ে রোদন। শুনিয়া মূৰ্ছিত শোকে হইল রাজন। পঞ্চ পাণ্ডবেতে র্তারে ধরিয়া তুলিল। শ্রীকৃষ্ণ সাত্যকি নৃপে প্রবোধ করিল। পুনঃ পুত্র-শোকেতে গান্ধারী মূৰ্ছা হৈল। ভূমেতে পড়িয়া রাণী অচেতন হৈলা। সম্বিত পাইয়া তবে সুবল-তনয়। চাহিল কৃষ্ণের মুখ শোকাকুল হয়্যা ৷ দেখ কৃষ্ণ মহাশয় কুরু-নিতস্বিনী। কেমনে এ দুঃখ সহে মায়ের পরাণী॥