পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—কাশীদাস—১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। やパジ° পদভরে ক্ষিতি লড়ে চিক্কার (১) ছাড়িয়া চলে অতিশয় বেগে ভয়ঙ্করে॥ ডম্বরের ডিমি ডিমি আকাশ পাতাল ভূমি কম্প হৈল ত্রৈলোক্য মণ্ডলে। অমর ঈশ্বর ভীত আর সভে সচিন্তিত এ কোন প্রলয় হৈল বলে। বৃষভ সাজিয়া বেগে নন্দী আনি দিল আগে নানা রত্ন করিয়া ভূষণ। ক্রোধে কাপে ভূতনাথ যেন কদলীর পাত অতি শীঘ্র কৈলা আরোহণ॥ আগু দলে সেনাপতি ময়ূর-বাহনে গতি শক্তি করে করি ষড়ানন। গণেশ চড়িয়া মুষ করে ধরি পাশাঙ্কুশ দক্ষিণ ভাগেতে ক্রোধ-মন ৷ বামে নদী মহাকাল করে শূল গলে মাল সমুদ্রমন্থন-স্থলে পাছে জরাস্তুর ষষ্ট্ৰপদে। আগমন। তিন লোকে গণেন প্রমাদে॥ ক্ষণেকে ক্ষীরোদ-কুলে উত্তরিলা সহ দলে যথায় মথনে মুরাসুর। কাশীরাম দাস কয় শীঘ্রগতি প্রণময় সর্ব্বদেবে দেখিয়া ঠাকুর॥ কর-যোড়ে দাণ্ডাইলা সর্ব্বদেবগণ। শিব বলে মথ সিন্ধু রহাইলে (২) কেন। ইন্দ্র বলে মথন হৈল দেব শেষ। শিবের পুনর্মশ্বনাদেশ নিবারিয়া আপনে গেলেন হৃষীকেশ। 3 একে ক্রোধ আছিলেন দেব মহেশ্বর। দ্বিতীয় ইন্দ্রের বাক্যে কম্পে কলেবর॥ শিব বলে এত গর্ব্ব তোমা সভাকার। আমারে হেলন কর এত অহঙ্কার॥ রত্নাকর মথি সভে রত্ন লৈলে বাটি। হেন চিত্তে না করিলে আছয়ে ধূর্জটি। দেবগণের কাতরোক্তি। (১) চীৎকার। (২) রহাইলে=স্থগিত করিলে।