পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—কাশীদাস–১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। ৬৭৩ রথে হৈতে ভূমিতে নাম্বিল বিভীষণ। যজ্ঞস্থান দেখি হৈলা সবিস্ময় মন॥ ওর (১) অন্ত নাহি লোক চতুর্দ্দিগে বেড়ি। উচ্চ নীচ জল স্থল আছে সর্ব্ব যুড়ি। কোথায় দেখয়ে একপদ নরগণ। দীর্ঘকর্ণ দেখে কোথা বিবর্ণ-বদন॥ কোথায় কিরাত ম্লেচ্ছ বিকৃতি-আকীর। তাম্রকেশ কৃষ্ণ-অঙ্গ দেখে কত আর॥ কোথায় দেখয়ে রাজা আছে কপিগণ। তাম্রবর্ণ কৃষ্ণমুখ লোহিত-লোচন॥ কোথায় দেখয়ে যক্ষ গন্ধর্ব্ব কিন্নর। কোথায় দেখয়ে ফণী শিরে ফণাধর॥ কোথায় অমরগণ নানা ক্রীড়া করে। রাক্ষস দানব দৈত্য অনেক বিহরে॥ সিদ্ধ সাধ্য যোগী ঋষি অনেক ব্রাহ্মণ। বিবিধ বরণে কোথা মত্ত হস্তিগণ॥। কোটি কোটি অশ্বগণ কোটি কোটি রথ। স্থানে স্থানে নৃত্য গীত হয়ে অনুব্রত॥ অপূর্ব্ব দেখিয়া রাজা ভাবে মনে মন। এ হেন অদ্ভূত নাহি শুনিয়ে কখন॥ ষে দেব দানবে বৈরী আছয়ে সদায়। হেন দেব দানবেতে একত্রে থেলায়॥ যেই ফণী গরুড়েতে কতু নাহি দেখা। একত্র খেলয়ে যেন ছিল পূর্ব্ব-সখী॥ রাক্ষস মানুষে পাইলে করয়ে ভক্ষণ। মনুষ্যের আজ্ঞাবর্তী নিশাচরগণ॥ অদ্ভুত মানিয়া রাজা নাকে দিল হাত। জানিল এ সব মায়া কৈল জগন্নাথ॥ দুই ভিতে দেখে রাজা অনিমিষ আখি। এ তিন ভুবনলোক একু ঠাই দেখি ৷ (১) সীমা ৷ ”এ সখি মাহ ভাদর সুখের নাহি ওর” –বিদ্যাপতি।