পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—কাশীদাস—১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। ©ግ6: বিভীষণ বলে কর্ম্ম সম্পূর্ণ হইল। তোমার পদারবিন্দ নয়নে দেখিল ৷ তোমার কোমল অঙ্গ দৃঢ় আলিঙ্গন। পিতামহে (১) অপ্রাপ্য যে অন্য কোন জন॥ লক্ষ্মীর দুর্লভ মোরে করিলে প্রসাদ। চিরকাল বিচ্ছেদের খণ্ডিল বিষাদ॥ সম্পূর্ণ মানস হৈল সিদ্ধি হৈল কায। এখনে কি করি আজ্ঞা কর দেবরাজ॥ গোবিন্দ বলিলা যেই হেতু আগমন। যার দূত-সঙ্গে পূর্ব্বে পাঠাইলা ধন ৷ যার নিমন্ত্রণে তুমি আইলা এথায়। চল ভেটাইব সেই ঠাকুরে তোমায়॥ বিভীষণ বলে কহিলেক দূতগণ। পাণ্ডবের যজ্ঞে অধিষ্ঠাতা নারায়ণ॥ তব দ্রোহী হইব না দিলে তারে কর। অন্ত কি তোমার নামে দিব কলেবর॥ একে না আইনু পূর্ব্বে মুঞি অপরাধী। আপনি ডাকিলে হেন মিলাইল বিধি॥ সংসারের ঠাকুর তোমারে আমি জানি। যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ তোমার ঠাকুর আছে কহু নাহি শুনি॥ নিকট যে হৌক সে হৌক প্রভু তোমা বিনু নাঞি। প্রয়োজন নাহি মোর অন্তজন ঠাঞি॥ গোবিন্দ বলিলা ধর্ম্ম-পুত্র যুধিষ্ঠির। যার দরশনে হয়ে নিষ্পাপ শরীর॥ সত্যবাদী জিতেন্দ্রিয় সর্ব্বগুণধাম। এ তিন ভুবনেতে বিখ্যাত যার নাম॥ প্রতাপে যাহার ইন্দ্র আদি জয় হৈল। কর দিয়া ফণীন্দ্র শরণ আসি লৈল। উত্তরে উত্তরকুরু পূর্ব্বে জলনিধি। পশ্চিমেতে আমি দক্ষিণে তোমাবধি॥ (১) ব্রহ্মার।