পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○b-8 পশ্চিম দ্বারে। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এত শুনি কৃষ্ণ তারে নিন্দিয়া অপার। ক্রোধ করি চলি গেলা পশ্চিম দুয়ার॥ গোবিন্দ বলিলা রাজা দেখিলে গোচরে। পৌল হৈয়া উপরোধ না করিল মোরে। নাহিক উহার দোষ কর্ম্ম এইরূপে। ইন্দ্র যম ভয় করে ভীমের প্রতাপে ৷ অল্প দোষে দেই দণ্ড ক্রোধী নিরন্তর। শ্রত মাত্র দেই দণ্ড নাহি পরাপর॥ চলহু পশ্চিম দ্বারে আছে দুর্য্যোধন। আমা দেখি কদাচ না কবিব বারণ। আর কহি বিভীষণ নহিবে বিস্মৃতি। যখন করিবে দৃষ্টি ধর্ম্ম নরপতি। ভূমিষ্ঠ হইয়া দণ্ড প্রণাম করিবে। নৃপতির আজ্ঞা হৈলে তখনে উঠিবে। বিভীষণ বলে প্রভু নহে কদাচন। নিবেদন করিয়াছি মোর বিবরণ। পূর্ব্বেই তোমার পদে বিক্রীত শরীর। তব পদে বিনা অন্তে না নোঙাইব শির। এত শুনি গোবিন্দ ভাবেন মনে মনে। কি কর্ম্ম করিল আমি আনি বিভীষণে॥ বিভীষণ গিয়া যদি দণ্ডবং নহে। সভাতে পাইব লজ্জা ধর্ম্মের তনয়ে ৷ এত চিন্তি জগন্নাথ করিলা বিচার। ব্রহ্মাদি করাব নতি এবা কোন ছার॥ যজ্ঞারম্ভ কৈল রাজা আমার বচনে। আমি স্বয়ং বলিয়া জানয়ে সর্ব্বজনে॥ ব্রহ্মাদি করিল যজ্ঞ ব্রহ্মাণ্ড ভিতর। কোন যজ্ঞ নহিব এ যজ্ঞ পাঠান্তর। এত চিন্তি নারায়ণ লৈয়া বিভীষণ। পশ্চিম দ্বারেতে গেলা যথা দুর্য্যোধন ৷ দুর্য্যোধন নৃপতির দুই অধিকার। রত্বের ভাণ্ডারী আর রক্ষা করে দ্বার।