পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a o e অৰ্জুনের ক্রোধ ও দর্প। বঙ্গ-সাহিত্য-পরিচয়। উত্তরের সহিত বৃহন্নলাবেশী অর্জনের কুরুদিগের বিরুদ্ধে যুদ্ধ-যাত্রা। উত্তর বদতি (১) শুনিয়ক (২) মহাশএ। মুঞিতহ সারথি হইল নিশ্চএ॥ যাক যুঝিবার তুমি কর মনোরথ। তাহার উপরে আমি চালাইবো রথ॥ এখন ঘূছিল আমার ভয় সবিরথ। 豪 豪 豪 豪 | অৰ্জ্জুন বদতি প্রীত হইলো তোমার। এখনে দেখিবা তুমি প্রতাপ আমার॥ ভৈরব বিমঙ্গ (?) আমি করিবো সমরে। শত্র-শূন্ত-সমুদ্র মথিব দিব্য-শরে। সম্প্রতিক বিলম্ব করিবার নাঞি ফল। রথে তুলি দিন যত আয়ুধ সকল। আর কথা কহি শুন রাজার কুমার। দেব-শাপে নপুংসক অজ্ঞাত বৎসর॥ নপুংসক হয় মোর তেজ হইছে হীন। বৃহন্নলা-বেশে আছিলো এত দিন॥ অজ্ঞাত বৎসর ঘুচি হইলাঙ প্রবীণ। অজ্ঞাত বৎসর যায় বেশী ছয় দিন॥ অজ্ঞাত বৎসর আমার নানা ক্লেশ গেল। পূর্বের অর্জনের বল ধর্ম্মে আনি দিল। ভূর্য্যোধনে দিল আমাক জুম্খ যেমতে। কিছু ধায় আজি হুজিব সংগ্রামতে॥ বুলিতে বুলিতে ক্রোধ বাড়িল সঘন। দুই চক্ষু জলে যেন প্রচণ্ড হুতাশন॥ যুদ্ধমুখে ক্রোধ হৈয়া মহাবীর। গাওঁীব ধরি তাঞে রথোতে হইল স্থির। ক্রোধ করিয়া তবে গাণ্ডীব ধরিল। রথ সহিতে যেন ভূমিকম্প হইল। (১) বলিলেন। (২) শুনিও।