পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

업》이 বঙ্গ-সাহিত্য-পরিচয়। প্রজার ক্রন্দন দেখি হাটিতে না পারে। রাজার শরীর শোকে ঢলোপড়েী (১) করে॥ শুনিয়োক (২) সভাসদ পদ ভারতের। প্রাণীর কারণে দেখ কি দুঃখ ধর্ম্মের॥ রাজ্য ছাড়ি মহাপথ করিল গমন। হেন জানি বিষত (৩) না করিব মন॥ ভার্য্যা পুত্র বিষত না করিব মন। শীঘ্রগতি লৈয়ো সবে বিষ্ণুত শরণ॥ ংসার-সাগরে হরি-নাম-নৌকা সার। যমের দূতক টু (৪) দেখাই হৈয়ে পার॥ রাম ঠাকুরের এক উপাসক ব্রাহ্মণ। স্বৰ্গ-আরোহণ পদ করিল স্বজন॥ নাম তার বাসুদেব গোবিন্দের দাস। বাসুদেব নৃপতির রাজ্যত বাস॥ তার সম মুঢ়মতি নাহি একজন। গোষ্ঠি কুটুম্বক ছাড়ি করিলু ভ্রমণ॥ সাধুর চরণে পড়ি করহে কাকুতি। মরণে জীবনে হৌক কৃষ্ণেত ভকতি॥ এক নিবেদন করে শুন সাধু ভাই। কৃষ্ণের চরণ বিনে আর গতি নাই॥ হেন জানি কাম ক্রোধ এড়ি শীঘ্র করি। সভাসদে উচ্চ করি বোল হরি হরি॥ (১) ঢলোপড়ে =টলমল। (২) শুনুক। বিষয়ে = পার্থিব সামগ্রীতে। (৪) টু দেখাই=ফাকি দিয়া। টু’ শব্দটা কতকটা বৃদ্ধাঙ্গুষ্ঠের