পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২৬ নারদের স্তব। বঙ্গ-সাহিত্য-পরিচয়। পুরুষের দশ দশা ইথে নাহি আন। সভাকার সব দিন না যায় সমান॥ যে পাণ্ডব গোবিন্দেরে বান্ধেছে প্রেম-ডোরে। হেন জন পরাধীন হয়্যা পর-ঘরে॥ সরস্বতী-চরণে ভাবিয়া একমন। গাইল সারল কবি উৎকল-ব্রাহ্মণ॥ কৃষ্ণানন্দ বসুর মহাভারত। কৃষ্ণানন্দ বস্তুর কোন পরিচয় পাওয়া যায় নাই। যে পুথি হইতে এই অংশ উদ্ধৃত হইল, তাহার হস্তলিপি বাং ১১৯৯ সনের (১৭৯১ খৃঃ)। আমরা এই পুস্তকের রচনা সপ্তদশ শতাব্দীর বলিয়া মনে করি। হরিনাম-মাহাত্ম্য। নারদের প্রেত-পুরে গমন। দেবর্ষি নারদ বিখ্যাত ত্রিভুবন। বৈকুণ্ঠের দ্বারী কেহ ন কৈল বারণ॥ উপনীত হৈল যথা লক্ষ্মী-নারায়ণ। কর-যোড়ে প্রণমিঞা করয়ে স্তবন॥ জয় জয় জগন্নাথ ত্রিদশ-ঈশ্বর। জগত-নিবাস জয় জগতের পর॥ অপার মহিমা তোমার দিতে নারি সীমা। শিষ্টকে পালন কর দুষ্টের গরিমা ৷ স্বজন পালন তুমি সংহার-মুরতি। অখিল-পালন জয় অখিলের পতি॥ নমো নমো দেব আদি-মৎস্তা-অবতার। * * * বেদের উদ্ধার॥ নমো নমো অবতার নমো যজ্ঞ-রূপ। হিরণ্যাক্ষ-বিদারক পৃথিবী-উদ্ধারক। নমো ভৃগুপতি নমঃ ক্ষেত্রী-কুলান্তক। নমঃ কুর্ম্ম-অবতার মন্দার-ধারক।