পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত কৃষ্ণানন্দ বস্থ–১৭শ শতাব্দী। ৭২৭ নমস্তে মোহিনী-রূপ শঙ্কর-মোহিনী। নমো নমো জগতপতি আখিলের মণি॥ ছোট বড় জীবে তুমি সর্ব্বত্র ব্যাপক। নমস্তে মাধব নমঃ সংসার-পালক ৷ এইরূপে কৈল বহু স্তুতি মুনিবর। তুষ্ট হয় আশিস করিলা দামোদর। ধন্ত ধন্ত মহামুনি ব্রহ্মার কুমার। কোন হেতু হেথাকে তোমার আগুসার। ভকত-অধীন আমি ভকত-জীবন। শ্রীকৃষ্ণের ঐতি। ভকতের ধন আমি ভকতের মন॥ মনোময় রূপ আমি মন-অগোচর। কাহারে নির্ণয় নাই কারে ভিন্ন পর॥ আত্মারূপে সর্ব্ব ভূতে আমার প্রকাশ। তে কারণে বিখ্যাত প্রকাশ শ্রীনিবাস ৷ আত্মারূপে মোর প্রতিমূর্ত্তি সর্ব্বভূতে। অন্ত জন চিত্তে মোরে না পারে বান্ধিতে॥ ভকত-অধীন হই ভকতের সাথে। ভক্তিতে কেবল ভক্ত পারয়ে বান্ধিতে। ভকতের বাঞ্ছা পূর্ণ করি অনুক্ষণ। কহ মহামুনি আইলে কোন প্রয়োজন। বর মাগ মহামুনি যেব মনে লয়। যে বর মাগিবে তুমি দিব ত নিশ্চয়॥ এত শুনি হাসিয়া বলেন তপোধন। বরেতে আমার কিছু নাহি প্রয়োজন॥ বর দিয়া ভাণ্ড (১) তুমি আপন কিঙ্করে। তে কারণে গোবিন্দ মাগি যে পরিহারে (২)॥ যদি বর দিবে তবে দেহ নারায়ণ। তব গুণ গাইয়া যেন ভ্রমি অনুক্ষণ॥ এক নিবেদন দেব শুনহ আমার। তোমার স্থলভ নাম জগত-বিস্তার॥ ইহার মহিমা দেব কহিবে আপনে। শুনিলে মনের ভ্রাস্তি হইব খণ্ডনে॥ (১) ভাড়াও ৷ (২) ক্ষম। অর্থাৎ বর চাহিনী।