পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত-লক্ষণ বন্দ্যোপাধ্যায়—১৮শ শতাব্দী। ఇ8న শুনিঞা শিশুর কথা দূতগণ দ্রবে। পরাইল পট্ট-বস্ত্র যত্ন করা সভে॥ যজ্ঞ-স্থলে চলে আগে পিছে দূতগণ। কুশধ্বজ পাল দ্বিজ ভণে শ্রীলক্ষ্মণ॥ যজ্ঞাগ্নি-সমীপে কুশধ্বজের গমন। আছে পিছে রাজ-দূত মধ্যে কর্য দ্বিজ-স্থত যজ্ঞ-স্থানে চলে অতি শীঘ্র। প্রভু দেব দামোদরে ডাকে শিশু উচ্চৈঃস্বরে পরাণে কাতর বড় ব্যগ্র॥ উপনীত সভা-মাঝে ডাকে রাজা কুশধ্বজে আসনে বসায় দক্ষিণাংশে। আভরণ নানা মতে পরাল্য বিপ্রের সুতে ভূপতির মতে যত আইসে। পুষ্প-মাল্য নানা বন্ধ সর্ব্বাঙ্গে লেপিল গন্ধ শুরু-পানে তবে চায় ভূপ। বেলা অপরাহ হয় বিলম্ব নাহিক সয় আজ্ঞা কর করি কোন রূপ ৷ বশিষ্ঠ বলেন রাজা সমাপ্ত হইল পূজা কর্ম্ম ক্রিয়া বাকী নাই আর। - পূর্ণাহুতি বাকী মাত্র পড়িলে বিপ্রের স্থত পূর্ণাহুতির আয়োজন। তবে যজ্ঞ হয় সারোদ্ধার॥ শুরু-মুখে এত শুষ্ঠা মিষ্টান্ন সামগ্রী এন্তা কুশধ্বজে দিল রাজা থেতে। হাত দিয়া লাড়ে চাড়ে অগ্নি দেখ্যা প্রাণ উড়ে হরি সদা ভাবে নিজ-চিত্তে॥ জন্মিল উত্তম স্থলে যাই প্রভু অল্প-কালে মুখ-ভোগ কিছু না জানিল। পিতা মাতা বন্ধু ভাই এ সকল থেক্য নাই তোমার চরণ সার কৈল॥ অন্তে করে অপমান যায় মাতা-পিতার স্থান ভগবানের শরণ গ্রহণ। সেই তার দোষাদোষ বুঝে।